Wednesday, July 23, 2025

দীপক ঘোষের বইয়ের প্রকাশ ও প্রচারে স্থগিতাদেশ আদালতের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের বই ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি’-র প্রকাশ, বিক্রি এবং এর কোনও অংশের প্রচারের উপর স্থগিতাদেশ জারি করল বারাসাত আদালত। প্রসেনজিৎ নাগ নামে জনৈক ব্যক্তির আবেদনের ভিত্তিতে মঙ্গলবার বারাসাত সিভিল কোর্টের জুনিয়র ডিভিশনের (ফার্স্ট কোর্ট) বিচারক পৌলমী পণ্ডিত এই নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। ফলে এই সময়ের মধ্যে বইটির প্রকাশ, বিক্রি, বিতরণ কিংবা বইয়ের কোনও উদ্ধৃতি বা অংশ কোনও সামাজিক মাধ্যমে বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। এমনকি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যে অংশবিশেষ ছড়িয়ে পড়েছে, সেগুলির প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবেদনকারী প্রসেনজিৎ নাগের দাবি, বইটিতে কিছু বিতর্কিত ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে, যা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ও ব্যক্তিগত জীবনের উপর প্রভাব ফেলতে পারে। সেই কারণেই তিনি বইটির প্রকাশনা ও প্রচারে স্থগিতাদেশ চেয়ে আদালতে যান। আদালত আবেদনটি গ্রহণ করে বিষয়টি নিয়ে আগামী শুনানি না হওয়া পর্যন্ত কোনওরকম প্রকাশনা বা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।

উল্লেখ্য, দীপক ঘোষ একসময় তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর লেখা এই বইটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নানা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছে বলে দাবি করা হয়েছিল প্রকাশনার পক্ষ থেকে। তবে বইটির কিছু অংশ আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই শুরু হয় বিতর্ক। তবে, বারাসত আদালতের এই স্থগিতাদেশের ফলে আপাতত বইটির প্রচার এবং বিতরণ আর করা যাবে না।

আরও পড়ুন- ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে বিজেপি-শাসিত রাজ্য, বরাদ্দ বঞ্চনায় বাংলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ইংল্যান্ডের ২২ গজে ভারতীয় মহিলাদের জয়রথ, T20-র পর ODI সিরিজ জয় হরমনপ্রীতদের

ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের পর পঞ্চাশ ওভারের ওয়ানডে সিরিজেও ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দলের দাপট...

উপরাষ্ট্রপতির স্বাস্থ্য তো ভালই! ধনকড়ের ইস্তফা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফা ঘিরে জল্পনার পারদ চড়তেই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে...

আবাস -১০০ দিনের কাজের পর এবার জল জীবন মিশনেও বরাদ্দ বন্ধ কেন্দ্রের! ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আবাস যোজনা, ১০০ দিনের কাজ, গ্রামীণ সড়ক-এর পর এবার জল জীবন মিশনের টাকা বন্ধ করল কেন্দ্র সরকার। মঙ্গলবার...

কসবা কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে আরও মামলা, ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছে পুলিশ

কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে আরও দুটি পুরনো মামলায় 'শোন অ্যারেস্ট' দেখাল পুলিশ। ২০২৩ ও ২০২৪...