Saturday, November 8, 2025

রশিদ, দিমি, ক্রেসপোদের নিয়েই ডুরান্ডে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল

Date:

অচেনা প্রতিপক্ষ। ডুরান্ডের (Durand Cup) প্রথম ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল (Eastbengal) কী চাপে রয়েছে। সোজাসাপ্টা উত্তর অস্কার ব্রুজোর। তাদের কাঁধে দায়িত্ব রয়েছে ঠিকই, কিন্তু একেবারেই কোনওরকম চাপে নেই ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতীতে উদ্বোধন ডুরান্ড কাপের। সেখানেই কার্যত পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। বিদেশিও বাছা হয়ে গিয়েছে অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon)। গত মরসুমের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এই মরসুমে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য লাল-হলুদ শিবিরের হেডস্যারের।

ডুরান্ড কাপে যখন বেশিরভাগ দলই নাম তুলে নিয়েছে, সেইসময় ইস্টবেঙ্গল নামছে সম্পূর্ণ শক্তি নিয়ে। কোন কোন বিদেশি খেলবে ইস্টবেঙ্গলের (Eastbengal)। মাঠে নামার আগেই কার্যত ঘোষণা করে দিলেন ইস্টবেঙ্গলের কোচ। দিমিত্রি দিয়ামনতাকোসের ওপর যেমন আক্রমণের ভার থাকবে। তেমনই থাকবেন মাঝমাঠে সওল ক্রেসপো (Saum Crespo)। কেভিনকে নিয়ে ভাবনা থাকলেও প্রথম ম্যাচে নতুন বিদেশিদের মধ্যে অভিষেক হতে চলেছে রশিদেরই (Rashid)।

সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। অচেনা প্রতিপক্ষ থেকে সেই দল নিয়ে কারোরই সেভাবে ধারণা নেই। তবে অস্কার (Oscar Bruzon) কিন্তু প্রস্তুত। তিনি জানাচ্ছেন, “আমাদের ওপর কোনওরকম চাপই নেই। আগামীকালের ম্যাচে কী করতে হবে তা আমার দলের সকলেই জানেন। গত মরসুমে কী হয়েছিল আমরা সকলেই জানি। সমর্থকদের আমাদের থেকে কি প্রত্যাশা রয়েছে তা নিয়েও বেশ ওয়াকিবহাল রয়েছি আমরা। মাঠে নেমে কী করব সেটাও জানি। ইস্টবেঙ্গলকে এবার লড়াইয়ে ফেরানোরই লক্ষ্যে রয়েছি”।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

যদিও এই ম্যাচে ইস্টবেঙ্গল পাচ্ছে না সৌভিক চক্রবর্তীকে। হ্যামস্ট্রিংয়ে চোট থাকার ফলে প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই জিততে পারে কিনা সেটাই দেখার।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version