Wednesday, August 20, 2025

রশিদ, দিমি, ক্রেসপোদের নিয়েই ডুরান্ডে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল

Date:

অচেনা প্রতিপক্ষ। ডুরান্ডের (Durand Cup) প্রথম ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল (Eastbengal) কী চাপে রয়েছে। সোজাসাপ্টা উত্তর অস্কার ব্রুজোর। তাদের কাঁধে দায়িত্ব রয়েছে ঠিকই, কিন্তু একেবারেই কোনওরকম চাপে নেই ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতীতে উদ্বোধন ডুরান্ড কাপের। সেখানেই কার্যত পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। বিদেশিও বাছা হয়ে গিয়েছে অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon)। গত মরসুমের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এই মরসুমে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য লাল-হলুদ শিবিরের হেডস্যারের।

ডুরান্ড কাপে যখন বেশিরভাগ দলই নাম তুলে নিয়েছে, সেইসময় ইস্টবেঙ্গল নামছে সম্পূর্ণ শক্তি নিয়ে। কোন কোন বিদেশি খেলবে ইস্টবেঙ্গলের (Eastbengal)। মাঠে নামার আগেই কার্যত ঘোষণা করে দিলেন ইস্টবেঙ্গলের কোচ। দিমিত্রি দিয়ামনতাকোসের ওপর যেমন আক্রমণের ভার থাকবে। তেমনই থাকবেন মাঝমাঠে সওল ক্রেসপো (Saum Crespo)। কেভিনকে নিয়ে ভাবনা থাকলেও প্রথম ম্যাচে নতুন বিদেশিদের মধ্যে অভিষেক হতে চলেছে রশিদেরই (Rashid)।

সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। অচেনা প্রতিপক্ষ থেকে সেই দল নিয়ে কারোরই সেভাবে ধারণা নেই। তবে অস্কার (Oscar Bruzon) কিন্তু প্রস্তুত। তিনি জানাচ্ছেন, “আমাদের ওপর কোনওরকম চাপই নেই। আগামীকালের ম্যাচে কী করতে হবে তা আমার দলের সকলেই জানেন। গত মরসুমে কী হয়েছিল আমরা সকলেই জানি। সমর্থকদের আমাদের থেকে কি প্রত্যাশা রয়েছে তা নিয়েও বেশ ওয়াকিবহাল রয়েছি আমরা। মাঠে নেমে কী করব সেটাও জানি। ইস্টবেঙ্গলকে এবার লড়াইয়ে ফেরানোরই লক্ষ্যে রয়েছি”।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

যদিও এই ম্যাচে ইস্টবেঙ্গল পাচ্ছে না সৌভিক চক্রবর্তীকে। হ্যামস্ট্রিংয়ে চোট থাকার ফলে প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই জিততে পারে কিনা সেটাই দেখার।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version