Saturday, November 8, 2025

১১ দিন আগে ইস্তফার দাবি ওড়ান: কেন সরে গেলেন ধনকড় স্পষ্ট মোদির ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্টে

Date:

সারাদিন রাজ্যসভায় স্বাভাবিকভাবেই সামলেছিলেন সদনের অধিবেশন। সন্ধ্যায় আচমকা ইস্তফা! জগদীপ ধনকড়ের এই সিদ্ধান্তের পর শুরু হয়েছে একাধিক রাজনৈতিক জল্পনা। আর সেখানে উঠে এসেছে ধনকড়ের নিজের দেওয়া মাত্র ১১ দিন আগের একটি বার্তা। যেখানে সময়ের আগে ইস্তফার দাবি উড়িয়ে ছিলেন তিনি নিজেই। রাষ্ট্রপতি (President of India) তাঁর ইস্তফা গ্রহণ করার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) টুইটে তাঁকে যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাতেই ইঙ্গিত, রাজনৈতিক চাপে সরে যেতে হয়েছে উপরাষ্ট্রপতি (Vice-president) ধনকড়কে। উপরাষ্ট্রপতির আকস্মিক ইস্তফার সিদ্ধান্তের আসল কারণ কী, জানতে চেয়ে মঙ্গলবার উত্তাল রাজ্যসভা (Rajyasabha)।

১০ জুলাই গুরু পূর্ণিমার দিন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। নিজের বক্তব্যে সেদিন তিনি জানিয়েছিলেন, আমি সঠিক সময়েই অবসর গ্রহণ করব। অগাস্ট ২০২৭। সেই সঙ্গে যোগ করেছিলেন, নির্ভর করছে ঐশ্বরিক হস্তক্ষেপের উপর। কোথাও উল্লেখ ছিল না ইস্তফা দেওয়ার কথা। তবে, এই ঐশ্বরিক হস্তক্ষেপ বলতে তিনি কী বুঝিয়েছিলেন, তা এখন বড় প্রশ্ন।

মাত্র ১১ দিন আগে যে উপরাষ্ট্রপতি ইস্তফার দাবি নাকচ করেছিলেন ধনকড়, কেন তিনি মঙ্গলবার ইস্তফা (resignation) দিলেন, প্রশ্ন বিরোধীদের। তারপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট নরেন্দ্র মোদির (Narendra Modi)। মোদি সেখানে স্পষ্ট জানিয়েছেন, জগদীপ ধনকড় বিভিন্নভাবে দেশকে সেবা করার যথেষ্ট সুযোগ পেয়েছেন, যার মধ্যে একটি ভারতের উপরাষ্ট্রপতির পদ।

মোদির এই ইঙ্গিত পূর্ণ পোস্টের পরই ফের সরগরম জাতীয় রাজনীতি। ধনকড় অনেক সুযোগ পেয়েছেন বলতে কী বোঝাতে চেয়েছেন মোদি? তাঁকে আর সুযোগ দেবে না বিজেপি, এমন প্রশ্ন উঠেছে। আবার তেমনই সুযোগের অপব্যবহার করেছেন ধনকড় কি না, এমন প্রশ্নও উঠেছে। সেখানেই বিরোধীদের দাবি, জগদীপ ধনকড়ের উপরাষ্ট্রপতি পর থেকে ইস্তফা কোনও স্বাভাবিক ঘটনা নয়। শুধুমাত্র স্বাস্থ্যের কারণ এর পিছনে দায়ী নয়।

আরও পড়ুন: কেন্দ্রের CAA নিয়ম ভেঙে ‘নজির’ যোগীর! বেছে বেছে বাঙালি বিতাড়নের প্রস্তুতি

উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকড়ের ইস্তফার পর প্রশ্ন উঠেছে এবার কে বসবেন সেই পদে? কিন্তু বিরোধীরা সেই প্রশ্ন না তুলে মঙ্গলবার রাজ্যসভায় (Rajyasabha) প্রথম প্রশ্ন তোলেন, কেন পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি। তার কারণ স্পষ্ট করতে হবে। দেশের ইতিহাসের প্রথমবার কোন উপরাষ্ট্রপতির ইস্তফা স্বাভাবিক নয়, বলে দাবি বিরোধীদের। বিরোধীদের বিক্ষোভের জেরে মঙ্গলবার মুলতবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version