নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউনিসেফ-এর ভারতীয় প্রতিনিধিত্বকারী সিন্থিয়া ম্যাকক্যাফ্রি। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের শিশু কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী রাজ্যে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে ইউনিসেফ-এর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। সাক্ষাৎপর্বের শেষে মুখ্যমন্ত্রী সিন্থিয়া ম্যাকক্যাফ্রিকে ধন্যবাদ জানান এবং পশ্চিমবঙ্গ সরকার ও ইউনিসেফ-এর মধ্যে দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার বার্তা দেন। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় দুই পক্ষের মধ্যে এমন সহযোগিতা আগামী দিনে আরও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- দীপক ঘোষের বইয়ের প্রকাশ ও প্রচারে স্থগিতাদেশ আদালতের

_

_
_

_

_

_
_
_

_

_
_
_