Thursday, November 13, 2025

কী হয়েছিল বেলা ১টা থেকে ৪.৩০টের মধ্যে: ধনকড়ের পদত্যাগে বিস্মিত বিরোধীরা

Date:

Share post:

সকাল থেকে স্বাভাবিক চলেছে রাজ্যসভার অধিবেশন। বিকালে আচমকা পদত্যাগ! বিষয়টা বিশ্বাসই হচ্ছে না বিরোধী দলগুলির। এরপরেই উপরাষ্ট্রপতি পদ (Vice-president) থেকে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পদত্যাগের ঘটনায় অন্যরকম অঙ্ক দেখছে বিরোধী দলগুলি। যার মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দূরত্ব।

সম্প্রতি সংসদের বাদল অধিবেশন শুরুর আগে ধনকড়ের সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। দেখা করেছিলেন আপ (AAP) নেতা অরবিন্দ কেজরিওয়াল ও সঞ্জয় সিং। এছাড়াও বিরোধী আরজেডি (RJD) দলের সাংসদ প্রেম চাঁদ গুপ্তাও তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তবে কী বিরোধী শিবিরের একাধিক নেতার সঙ্গে নৈকট্যের কারণে তাঁকে ছেঁটে ফেলার নির্দেশ বিজেপির শীর্ষ নেতৃত্বই দিয়েছিলেন, প্রশ্ন দেশের রাজনীতিকদের।

সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথমদিন সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটির (BAC) বৈঠক করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সোমবারই নতুন বিএসি তৈরির প্রস্তাব ছিল। বেলা ১টা পর্যন্ত বিএসি-র (BAC) বৈঠকে নতুন কমিটি নিয়ে সিদ্ধান্ত হয়। ৪.৩০টের সময় রাজ্যসভার বিজেপির দলনেতা জে পি নাড্ডা (J P Nadda) ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর (Kiren Rijiju) উপস্থিতিতে সেই কমিটি পাশ হওয়ার কথা ছিল।

এর মধ্যে রাজ্যসভার সাংসদদের বিচারপতি যশবন্ত ভার্মাকে বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। রাজ্যসভায় শাসক বিরোধী উভয়ের বক্তব্য শোনেন উপরাষ্ট্রপতি ধনকড় (Jagdeep Dhankhar)। তবে ৪.৩০টে পর্যন্ত বিজেপির দুই শীর্ষ নেতা নাড্ডা (J P Nadda) ও রিজিজুর (Kiren Rijiju) জন্য তিনি অপেক্ষা করলেও তাঁরা আসেননি। এমনকি সেই বিষয়টি তাঁর জানাও ছিল না। এরপরই তাঁর পদত্যাগপত্র।

আরও পড়ুন: পাসপোর্ট জাল করে সন্তান নিয়ে দেশ ছেড়েছেন রুশ স্ত্রী! চাঞ্চল্যকর দাবি সুপ্রিম কোর্টে

বিরোধীদের সঙ্গে রাজ্যসভায় বারবার সংঘাত হলেও কখনও দমে যাননি জগদীপ ধনকড়। বাংলার রাজ্যপাল থাকাকালীন যেভাবে একরোখা জেদি মানসিকতা দেখিয়েছিলেন, সেভাবেই রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেও তাঁর উপস্থিতি সবসময়ই ছিল নজরকাড়া। তারপরেও মেয়াদ শেষের দু বছর আগে তাঁর পদত্যাগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শুধুই শারীরিক কারণে অধিবেশনের পরে তিনি নিজে থেকেই পদত্যাগ করলেন, না কি তাঁকে পদত্যাগে বাধ্য করা হল, উঠেছে প্রশ্ন। কংগ্রেসের আশঙ্কা, বেলা ১টা থেকে ৪.৩০টের মধ্যে এমন কিছু হয়েছিল যে কারণে বিএসি-র বৈঠকে আসেননি বিজেপির নাড্ডা ও রিজিজু। এরপরই ধনকড়ের পদত্যাগ।

spot_img

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...