Sunday, November 2, 2025

৩ বছরে ৫৪৩ কোটি টাকার ক্ষতি: ক্যাগ রিপোর্টে রেলের গাফিলতি

Date:

২০২০ থেকে ২০২৩ তিন বছরের মধ্যে ভারতীয় রেলওয়ে (Indian Railways) মোট ৫৪৩ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-এর রিপোর্টে। গত সোমবার লোকসভায় এই রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে রেলের অন্তত ২৫টি আর্থিক অনিয়মের ঘটনাকে দায়ী করা হয়েছে ক্ষতির জন্য। রিপোর্ট অনুযায়ী, বেশ কয়েকটি রেল জ়োন রাজস্ব আদায়ে ব্যর্থ হয়েছে। বিশেষ করে উত্তর রেল ৫টি সরকার পোষিত স্কুলের কাছে জমির লাইসেন্স বাবদ ১৪৮.৬১ কোটি টাকা আদায় করতে পারেনি, যা ক্ষতির মধ্যে সবচেয়ে বড় অঙ্ক। জমির বাজারমূল্যের ৬ শতাংশ হিসাবে টাকা আদায়ের সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর হয়নি এছাড়া দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম, উত্তর-মধ্য, পূর্ব উপকূল, পূর্ব, উত্তর-পশ্চিম, দক্ষিণ-পূর্ব-মধ্য, পশ্চিম-মধ্য ও মধ্য রেলওয়ের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে জেলা খনিজ ফাউন্ডেশনের (DMF) ৫৫.৫১ কোটি টাকা আদায়ে ব্যর্থতার অভিযোগ উঠেছে। এই তহবিল খনি এলাকা ও ক্ষতিগ্রস্ত মানুষদের স্বার্থে ব্যবহার করার কথা ছিল।

পূর্ব-মধ্য রেলের গাফিলতিতে আরও ৫০.৭৭ কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে রিপোর্টে। অন্যদিকে, দক্ষিণ রেল এবং ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) বিশেষজ্ঞ মতামত ও পর্যাপ্ত প্রযুক্তিগত যাচাই ছাড়াই নীলগিরি মাউন্টেন রেলের জন্য ২৮টি মিটারগেজ কামরা তৈরি করেছে। এতে খরচ হয়েছে ২৭.৯১ কোটি টাকা, যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাগ দক্ষিণ-মধ্য রেল ২৩.১৬ কোটি টাকা খরচ করেছে এমন খাতে, যা যথাযথ পরিকল্পনা থাকলে এড়ানো যেত। মধ্য রেলওয়ে, ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজে ১৫.৬২ কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে, যা নির্দেশ না মেনে ব্যয় করা হয়েছে বলে মন্তব্য ক্যাগ-এর।

ক্যাগ-এর রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, রেলের অধীনস্থ সংস্থাগুলি বিভিন্ন সময়ে নিয়ম লঙ্ঘন করেছে, যার ফলে বেশি খরচ ও রাজস্ব ক্ষতি হয়েছে। এই অব্যবস্থা ও আর্থিক অনিয়মের ফলে রেলের সামগ্রিক পারফরম্যান্স ও আর্থিক অবস্থা দু’টিই ক্ষতিগ্রস্ত হয়েছে লোকসভায় পেশ হওয়া ক্যাগ রিপোর্ট ফের প্রমাণ করল, ভারতীয় রেলের প্রশাসনিক ও আর্থিক পরিকাঠামোতে বড়সড় সংস্কারের প্রয়োজন। আরও পড়ুন : বিধানসভায় বিশেষ অধিবেশন: ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিক নিগ্রহ নিয়ে আলোচনা

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...
Exit mobile version