Tuesday, November 11, 2025

ইংল্যান্ডের মাটিতে গাভাসকরের রেকর্ড ছুঁলেন কেএল রাহুল

Date:

ইংল্যান্ডের মাটিতে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) রেকর্ড ছুঁলেন কেএল রাহুল (KL Rahul)। দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডে মাটিতে টেস্টে ১০০০ রানের মাইলস্টোন ছুঁলেন কেএল রাহুল (KL Rahul)। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে নেমেছে ভারত। সেখানেই শুরুটা বেশ ভালোভাবেই করেছে টিম ইন্ডিয়া। যদিও চার রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে কেএল রাহুলের। কিন্তু নজির গড়ে ফেলেছেন তিনি।

ম্যাঞ্চেস্টারে ভাগ্য বদলাতে নেমেছে ভারতীয় দল। পরিসংখ্যান বদলের লক্ষ্য নিয়ে শুরুটা বেশ ভালভাবেই করেছিল টিম ইন্ডিয়ার দুই ওপেনার কেএল রাহুল (KL Rahul) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে আফসোসটা একটাই। ওপেনিং পার্টনারশিপটা সেঞ্চুরি পার্টনারশিপ করতে পারলেন না এই দুই তারকা। মধ্যাহ্নভোজের পরই সাজঘরে ফিরতে হয় কেএল রাহুলকে। কেএল রাহুল আউট হতেই ভেঙে যায় ৯৪ রানের পার্টনারশিপ।

৪৬ রান করেই সাজঘরে ফিরতে হয় কেএল রাহুলকে। সেইসঙ্গেই গড়েছেন এই বিশেষ নজির। এতদিন একমাত্র সুনীল গাভাসকরই ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ১০০০ রান করার রেকর্ড করেছিলেন। এদিন কেএল রাহুল সেই রেকর্ডটাই ছুঁলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন কেএল রাহুল। ম্যাঞ্চেস্টারেও শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন তিনি। যদিও মাত্র চার রানের জন্যই হাতছাড়া হয়েছে অর্ধশতরান। তাঁর ৪৬ রানের ইনিংসটা সাজানো রয়েছে ৪টি বাউন্ডারি দিয়ে।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version