Tuesday, November 11, 2025

আজ বিকেলে ডুরান্ড কাপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ম্যাচের আগে জমকালো অনুষ্ঠান

Date:

বুধের বিকেলে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের সূচনায় (Durand Cup opening ceremony) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium) শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের সফর। এই ম্যাচ দিয়ে এবারের মরসুম শুরু করছে লাল হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ বেঙ্গালুরুর ক্লাব সাউথ ইউনাইটেড এফসি। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর (Army) তরফে কিছু বিশেষ চমক থাকবে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।

দু’বছর আগে বলে কিক মেরে ডুরান্ডের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রীও (CM)। কিন্তু গত বছর সরকারি কাজে দিল্লিতে থাকায় তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে এবছর মাঠে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বছরের মতো এবারেও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীদের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে। হেলিকপ্টার পাইলটদের ‘এয়ার শো’ এদিনের অন্যতম আকর্ষণ। পাশাপাশি সেনার বিভিন্ন ডিভিশনের সদস্যরাও নিজেদের মতো করে পারফর্ম করবেন। গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’ থেকে শুরু করে শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’, সেনার নিজস্ব ব্যান্ড সংগীতে মার্শাল আর্ট প্রদর্শিত হবে। এবছরের অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতির উপর জোর দিতে চেয়েছেন আয়োজকরা। সেই কারণে একদিকে যেমন ছৌ নৃত্যশিল্পীদের দেখা যাবে তার পাশাপাশি বাংলার বাউল গান পরিবেশনের কথাও রয়েছে। প্রায় ৩০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ঠিক বিকেল সাড়ে চারটে নাগাদ। ম্যাচের কিক অফ ৫:৩০ মিনিটে। অনলাইনের পাশাপাশি ময়দানের তিন প্রধানের তাঁবু এবং যুবভারতীর কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version