Thursday, November 6, 2025

জয় হিন্দ কলোনীর বাঙালিদের উচ্ছেদে স্থগিতাদেশ: তৃণমূলের নিরলস লড়াইয়ে সাফল্য

Date:

বাঙালি বিদ্বেষের সীমা লঙ্ঘন করে দিল্লির বসন্তকুঞ্জ জয় হিন্দ কলোনি (Jai Hind Colony) এলাকায় বসবাসকারী বাঙালি পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির জন্য় পরিষেবা বন্ধ করে শায়েস্তা করার পথে হেঁটেছিল দিল্লির বিজেপির রেখা গুপ্তার (Rekha Gupta) প্রশাসন। পাল্টা কোণঠাসা বাঙালি পরিবারগুলির পাশে দাঁড়িয়ে লাগাতার আন্দোলন শুরু করেছিল তৃণমূল সাংসদরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে পদক্ষেপ সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা নিয়েছিলেন তারই ফলস্বরূপ আদালতও দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (DDA) উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লির জেলা দায়রা আদালত (Delhi District Court)। আন্দোলনে মুখ্য ভূমিকা নেওয়ার সাংসদ সাগরিকা ঘোষের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অপমানের বিরোধিতায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে আন্দোলন করে সাফল্য অর্জন করবে তৃণমূল।

দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি বাঙালিদের হেনস্থা ও উচ্ছেদের বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার মুখ খুলেছেন। তাঁরই নির্দেশে তৃণমূলের প্রতিনিধিদলও ওই এলাকায় গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে। সংসদে জুন মালিয়া বিষয়টি উত্থাপন করেছিলেন। অবশেষে এই বিষয়ে আইনি লড়াইয়ে স্বস্তি বাসিন্দাদের। দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছে। আদালতের এই নির্দেশ বিজেপির নির্লজ্জ বাঙালি বিরোধী আগ্রাসনের যোগ্য জবাব, দাবি রাজ্যের শাসকদলের।

দিল্লির আদালত ১৯ জুলাই যে স্থগিতাদেশ দেয় তাকে স্বাগত জানিয়ে বাংলার শাসকদল দাবি করে, দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনির বাঙালিদের উচ্ছেদের উপর পাতিয়ালা হাউস কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে, ন্যায়বিচারের দিক থেকে আমাদের বর্তমান লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নির্দেশ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রকাশ্যে বাংলা-বিরোধিতার প্রত্যক্ষ এবং সিদ্ধান্তমূলক একটি জবাব।

আরও পড়ুন: আধিকারিকদের দায়িত্বের উল্লেখ: হাই কোর্টের রায় চ্যালেঞ্জ, রাজ্যের ওবিসি মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পাতিয়ালা হাউস কোর্ট দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি, দিল্লি পুরনিগমের ডেপুটি কমিশনার, দিল্লি আর্বান শেল্টার ইনপ্রুভমেন্ট বোর্ড প্রভৃতি সংস্থাকে তাদের রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে। জয়হিন্দ কলোনির তরফে প্রায় ১৫০ আবেদনকারী এই মামলা দায়ের করেছিলেন। মামলার পরবর্তী শুনানি ৮ অগাস্ট। ততদিন পর্যন্ত কোনওভাবে জয় হিন্দ কলোনির (Jai Hind Colony) বাসিন্দাদের উৎখাত করা যাবে না বলে নির্দেশ পাতিয়ালা হাউস কোর্টের। আদালতের এই রায়কে স্বাগত জানান সাংসদ সাগরিকা ঘোষ, সংসদে এই বিষয়ে আলোচনার প্রস্তাব পেশ করা সাংসদ জুন মালিয়াসহ তৃণমূল সাংসদরা।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version