Wednesday, November 5, 2025

ভারত থেকে নিয়োগ নয়! গুগল-মাইক্রোসফটকে কড়া বার্তা ট্রাম্পের, চিন্তা তথ্যপ্রযুক্তি মহলে

Date:

ভারত থেকে কর্মী নিয়োগ নয়, এবার কর্মসংস্থান হোক শুধুই আমেরিকায়, এই বার্তা দিয়েই ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক আলোচনাচক্রে অংশ নিয়ে তিনি জানান, এবার ভারত বা চিনে নয়, গুগল-মাইক্রোসফটের মতো মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে নিজেদের দেশে চাকরির সুযোগ বাড়াতে হবে।

ট্রাম্পের অভিযোগ, এই সংস্থাগুলি মার্কিন মাটির সুবিধা নিয়ে বিদেশে কারখানা বানাচ্ছে, বিদেশ থেকে কর্মী নিচ্ছে, অথচ আমেরিকার নাগরিকদের বঞ্চিত করছে। তিনি আরও বলেন, বিশ্বায়নের নামে নিজেদের সহ-নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া আর বরদাস্ত করা হবে না। আমার প্রশাসনের আমলে এসব চলবে না।

উল্লেখ্য, গুগল, মাইক্রোসফটের মতো সংস্থাগুলিতে বিপুল সংখ্যক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী কর্মরত। আন্তর্জাতিক মানের কাজ ও মোটা বেতনের সুযোগ থাকায় প্রতিবছর লক্ষ লক্ষ ভারতীয় উচ্চশিক্ষিত যুবক এই সংস্থাগুলির চাকরির স্বপ্ন দেখেন। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই আশঙ্কা বাড়ছে তথ্যপ্রযুক্তি মহলে।

তাঁর বক্তব্যে চিন-ভারত উভয় দেশেই কারখানা তৈরির প্রবণতাকে বিঁধেছেন ট্রাম্প। বলেছেন, এই দেশগুলি আমাদের সুযোগ নিচ্ছে, কিন্তু নিজেদের দেশে বিনিয়োগ করছে না। এটা বন্ধ করতেই হবে। পাশাপাশি, কর ফাঁকি দিতে বিদেশে অর্থ সঞ্চয়ের প্রবণতাকেও কাঠগড়ায় তুলেছেন তিনি।

বিশ্লেষকদের একাংশের মতে, আগামী মার্কিন নির্বাচনের আগে দেশের বেকারত্ব ও ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে হাতিয়ার করেই ফের জনসমর্থন জোগাড়ের চেষ্টা করছেন ট্রাম্প। তবে তাঁর এই অবস্থান আমেরিকায় কর্মরত ভারতীয়দের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন – পোশাক থেকে অস্ত্র – ব্রিটেন ভারতকে শুল্কমুক্ত করার পরেই প্রতিহিংসা ট্রাম্পের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version