Sunday, November 9, 2025

ভারত থেকে নিয়োগ নয়! গুগল-মাইক্রোসফটকে কড়া বার্তা ট্রাম্পের, চিন্তা তথ্যপ্রযুক্তি মহলে

Date:

ভারত থেকে কর্মী নিয়োগ নয়, এবার কর্মসংস্থান হোক শুধুই আমেরিকায়, এই বার্তা দিয়েই ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক আলোচনাচক্রে অংশ নিয়ে তিনি জানান, এবার ভারত বা চিনে নয়, গুগল-মাইক্রোসফটের মতো মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে নিজেদের দেশে চাকরির সুযোগ বাড়াতে হবে।

ট্রাম্পের অভিযোগ, এই সংস্থাগুলি মার্কিন মাটির সুবিধা নিয়ে বিদেশে কারখানা বানাচ্ছে, বিদেশ থেকে কর্মী নিচ্ছে, অথচ আমেরিকার নাগরিকদের বঞ্চিত করছে। তিনি আরও বলেন, বিশ্বায়নের নামে নিজেদের সহ-নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া আর বরদাস্ত করা হবে না। আমার প্রশাসনের আমলে এসব চলবে না।

উল্লেখ্য, গুগল, মাইক্রোসফটের মতো সংস্থাগুলিতে বিপুল সংখ্যক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী কর্মরত। আন্তর্জাতিক মানের কাজ ও মোটা বেতনের সুযোগ থাকায় প্রতিবছর লক্ষ লক্ষ ভারতীয় উচ্চশিক্ষিত যুবক এই সংস্থাগুলির চাকরির স্বপ্ন দেখেন। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই আশঙ্কা বাড়ছে তথ্যপ্রযুক্তি মহলে।

তাঁর বক্তব্যে চিন-ভারত উভয় দেশেই কারখানা তৈরির প্রবণতাকে বিঁধেছেন ট্রাম্প। বলেছেন, এই দেশগুলি আমাদের সুযোগ নিচ্ছে, কিন্তু নিজেদের দেশে বিনিয়োগ করছে না। এটা বন্ধ করতেই হবে। পাশাপাশি, কর ফাঁকি দিতে বিদেশে অর্থ সঞ্চয়ের প্রবণতাকেও কাঠগড়ায় তুলেছেন তিনি।

বিশ্লেষকদের একাংশের মতে, আগামী মার্কিন নির্বাচনের আগে দেশের বেকারত্ব ও ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে হাতিয়ার করেই ফের জনসমর্থন জোগাড়ের চেষ্টা করছেন ট্রাম্প। তবে তাঁর এই অবস্থান আমেরিকায় কর্মরত ভারতীয়দের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন – পোশাক থেকে অস্ত্র – ব্রিটেন ভারতকে শুল্কমুক্ত করার পরেই প্রতিহিংসা ট্রাম্পের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version