Monday, November 24, 2025

পোশাক থেকে অস্ত্র – ব্রিটেন ভারতকে শুল্কমুক্ত করার পরেই প্রতিহিংসা ট্রাম্পের

Date:

Share post:

ফের একবার বিশ্বে শুল্ক যুদ্ধ। আর এবার তার কেন্দ্রে ভারত। ভারতকে শুল্কমুক্ত করার ঘোষণা ইংল্যান্ড (England) করার পরেই নতুন করে পাল্ট শুল্কের ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। পাল্টা শুল্কের (reciprocal tariff) ক্ষেত্রে ১৫ শতাংশের কম কখনই না করার ঘোষণা আমেরিকার। সেখানে বড় সড় চাপ পড়তে চলেছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (European Union) দেশগুলির উপর। ভারতের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চুক্তি হতেই হাওয়া গরম করতে মাঠে ডোনাল্ড ট্রাম্প।

দীর্ঘ কয়েক দশক পরে ফের বড় বাণিজ্যিক চুক্তি ভারত ও ইংল্যান্ডের মধ্যে। সেক্ষেত্রে ভারত থেকে রফতানি হওয়া বিপুল সামগ্রিতে সম্পূর্ণ শুল্ক ছাড়ের ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer)। পাল্টা ভারতের তরফেও একাধিক সামগ্রীতে শুল্ক ছাড়ের ঘোষণা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। যার ফলে বিপুল পরিমাণ ব্রিটিশ সামগ্রী ভারতে কম দামে এখন থেকে পাওয়া সম্ভব হবে।

ইংল্যান্ডের তরফে যে চুক্তি করা হয়, তাতে শূন্য শুল্কের তালিকা দীর্ঘ। ভারতীয় পোশাক, প্রক্রিয়াজাত খাবার, চামড়ার জিনিস, জুতো, ইলেক্ট্রনিক্স সামগ্রী, গহনা ও গ্রহরত্ন, অস্ত্র, পরিবহন সামগ্রী, গাড়ি, জলযানে শূন্য শুল্ক ধার্য করা হয়। এই সামগ্রীগুলিতে এতদিন ১২ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা ছিল ইংল্যান্ডের তরফে।

পাল্টা ভারতের তরফেও একাধিক ব্রিটিশ সামগ্রীতে শুল্ক ছাড়ের পথে মোদি সরকার। তার মধ্যে অন্যতম জিন-হুয়িস্কি, প্রসাধন সামগ্রী, বিলাসবহুল গাড়ি, চিকিৎসা সামগ্রী, এরোস্পেস গবেষণা সামগ্রী থেকে ভেঁড়ার মাংস, চকোলেট, বিস্কুট।

আরও পড়ুন : হরিয়ানা থেকে রাজস্থান! বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে ভরা নিয়ে ফের সরব মমতা

ইউরোপ ও এশিয়ার অন্যতম শক্তিধর দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতেই হৃদকম্প ট্রাম্পের। আমেরিকা ঘোষণা করে ইউরোপিয়ান ইউনিয়নের (EU) দেশগুলির উপর ১৫ শতাংশ শুল্ক। এর মধ্যে অরেঞ্জ জুস, সোয়াবিন থেকে গাড়ি-গাড়ি তৈরির সামগ্রী, অ্যালুমিনিয়াম, স্টিল, বিমান সামগ্রী-সহ বারবান হুইস্কিও রয়েছে। ৭ অগাস্ট থেকে এই বর্ধিত হারে শুল্ক লাগু হবে।

spot_img

Related articles

‘ভুল’ পথে মিছিল: সপ্তাহের প্রথমদিনে শহরের বুকে অশান্তি তৈরির চেষ্টা চাকরিপ্রার্থীদের

সপ্তাহের প্রথম দিন শহরে অরাজকতা তৈরির চেষ্টা শিক্ষক চাকরিপ্রার্থীদের। যে সময়ে রাজ্যের শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে...

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত মন্ত্রিসভার, গৃহনির্মাণ প্রকল্পেও বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো উত্তরবঙ্গে (North Bengal) মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত দিল রাজ্য মন্ত্রিসভা...

কসবার হোটেলে রহস্যমৃত্যুর তদন্তে নয়া মোড়, মৃতের পাকস্থলীতে কী? জানাল লালবাজার

কসবার হোটেলে (Kasba Hotel) খুনের (Murder) ঘটনায় তদন্তে নয়া মোড়। মৃত আদর্শ লোসাল্কার পাকস্থলীতে মিলেছে অ্যালকোহল (Alcohol)। সোমবাপ...

অস্বাভাবিক কাজের চাপ! প্রতিবাদে সিইও দফতর অভিযান-অবস্থান BLO অধিকার রক্ষা কমিটির, উত্তপ্ত রাজপথ

অস্বাভাবিক কাজের চাপ! মাথার উপর সর্বক্ষণ ঝুলছে কমিশনের (Election Commission)  খাঁড়া! শারীরিক অসুস্থতাতেও রেহাই মিলছে না। সব মিলিয়ে...