Tuesday, December 16, 2025

পোশাক থেকে অস্ত্র – ব্রিটেন ভারতকে শুল্কমুক্ত করার পরেই প্রতিহিংসা ট্রাম্পের

Date:

Share post:

ফের একবার বিশ্বে শুল্ক যুদ্ধ। আর এবার তার কেন্দ্রে ভারত। ভারতকে শুল্কমুক্ত করার ঘোষণা ইংল্যান্ড (England) করার পরেই নতুন করে পাল্ট শুল্কের ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। পাল্টা শুল্কের (reciprocal tariff) ক্ষেত্রে ১৫ শতাংশের কম কখনই না করার ঘোষণা আমেরিকার। সেখানে বড় সড় চাপ পড়তে চলেছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (European Union) দেশগুলির উপর। ভারতের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চুক্তি হতেই হাওয়া গরম করতে মাঠে ডোনাল্ড ট্রাম্প।

দীর্ঘ কয়েক দশক পরে ফের বড় বাণিজ্যিক চুক্তি ভারত ও ইংল্যান্ডের মধ্যে। সেক্ষেত্রে ভারত থেকে রফতানি হওয়া বিপুল সামগ্রিতে সম্পূর্ণ শুল্ক ছাড়ের ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer)। পাল্টা ভারতের তরফেও একাধিক সামগ্রীতে শুল্ক ছাড়ের ঘোষণা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। যার ফলে বিপুল পরিমাণ ব্রিটিশ সামগ্রী ভারতে কম দামে এখন থেকে পাওয়া সম্ভব হবে।

ইংল্যান্ডের তরফে যে চুক্তি করা হয়, তাতে শূন্য শুল্কের তালিকা দীর্ঘ। ভারতীয় পোশাক, প্রক্রিয়াজাত খাবার, চামড়ার জিনিস, জুতো, ইলেক্ট্রনিক্স সামগ্রী, গহনা ও গ্রহরত্ন, অস্ত্র, পরিবহন সামগ্রী, গাড়ি, জলযানে শূন্য শুল্ক ধার্য করা হয়। এই সামগ্রীগুলিতে এতদিন ১২ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা ছিল ইংল্যান্ডের তরফে।

পাল্টা ভারতের তরফেও একাধিক ব্রিটিশ সামগ্রীতে শুল্ক ছাড়ের পথে মোদি সরকার। তার মধ্যে অন্যতম জিন-হুয়িস্কি, প্রসাধন সামগ্রী, বিলাসবহুল গাড়ি, চিকিৎসা সামগ্রী, এরোস্পেস গবেষণা সামগ্রী থেকে ভেঁড়ার মাংস, চকোলেট, বিস্কুট।

আরও পড়ুন : হরিয়ানা থেকে রাজস্থান! বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে ভরা নিয়ে ফের সরব মমতা

ইউরোপ ও এশিয়ার অন্যতম শক্তিধর দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতেই হৃদকম্প ট্রাম্পের। আমেরিকা ঘোষণা করে ইউরোপিয়ান ইউনিয়নের (EU) দেশগুলির উপর ১৫ শতাংশ শুল্ক। এর মধ্যে অরেঞ্জ জুস, সোয়াবিন থেকে গাড়ি-গাড়ি তৈরির সামগ্রী, অ্যালুমিনিয়াম, স্টিল, বিমান সামগ্রী-সহ বারবান হুইস্কিও রয়েছে। ৭ অগাস্ট থেকে এই বর্ধিত হারে শুল্ক লাগু হবে।

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...