Friday, November 14, 2025

স্বতন্ত্র সিইও দফতর! কমিশনের ফতোয়া মানছে না রাজ্য, নিচ্ছে আইনি পরামর্শও

Date:

স্বতন্ত্র নির্বাচনী আধিকারিক (সিইও)-এর জন্য পৃথক দফতর গঠনের নির্দেশিকা নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে “একতরফা ফতোয়া” বলে কটাক্ষ করল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস। রাজ্যের দাবি, এই সিদ্ধান্ত সাংবিধানিক কাঠামোর বাইরে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তৃণমূলের অভিযোগ, বাংলায় ধারাবাহিক পরাজয়ে হতাশ বিজেপির প্যানিক রিয়াকশন এই নতুন চক্রান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে কেন্দ্র বাহিনী দিয়েও রোখা যায়নি, তাই এবার নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। এই ইস্যুতে ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে নবান্ন। প্রশাসনের বক্তব্য, নির্বাচন কমিশন যদি জাতীয় স্তরে স্বতন্ত্র হতে পারে, তেমনই রাজ্যের প্রশাসনিক কাঠামোতেও নির্দিষ্ট রীতি ও বিধান রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দফতরের অধীনে কাজ করেন, বাজেটও পৃথকভাবে বরাদ্দ হয়। তাই নতুন দফতর গঠনের কোনও বাস্তব বা সাংবিধানিক প্রয়োজন নেই।

রাজ্যের পরিষদীয় সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে বলেন, “সিইও দফতরের কর্মীদের নিয়োগ ও বেতন রাজ্য সরকার দেয়, তাহলে কীভাবে রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না? এটা অগ্রহণযোগ্য।” তৃণমূলের বক্তব্য, নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির ইশারায় কাজ করছে। কিন্তু যতই কমিশনের কাঠামো দখল করার চেষ্টা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মন দখল করে আছেন। নির্বাচন কমিশন দখল করেও ফলাফল বদলানো যাবে না—এমনই হুঁশিয়ারি দিয়েছে শাসকদল।

নবান্নের তরফে জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী রাজ্যের নিজস্ব প্রশাসনিক অধিকার রয়েছে। কমিশনের এই নির্দেশ সেই অধিকার লঙ্ঘন করছে কি না, তা বিচার করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন – সুদর্শন, যশস্বীর অর্ধশতরানেও দুশ্চিন্তায় ভারত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version