‘মহানায়ক সম্মান’: মহানায়কের প্রয়াণ দিবসে মনমাতানো অনুষ্ঠান

Date:

Share post:

অংশুমান চক্রবর্তী

মহানায়কের প্রয়াণ দিবসে মনমাতানো অনুষ্ঠান ধনধান্য প্রেক্ষাগৃহে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান ঘিরে তুমুল উন্মাদনা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকেল সাড়ে চারটে ছিল নির্ধারিত সময়। তার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রেক্ষাগৃহ। শহর কলকাতার পাশাপাশি, এসেছিলেন দূর দূরান্তের মানুষজন। বয়স্ক, মধ্য বয়স্কদের পাশাপাশি ছিলেন কম বয়সী দর্শকরাও। চোখ ধাঁধানো মঞ্চসজ্জা। পিছনের পর্দায় ভেসে উঠছিল মহানায়কের ছবি, মহানায়ক অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের নাম। সবমিলিয়ে মায়াময় পরিবেশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর ছাড়াও ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার, বিধায়ক মদন মিত্র, বিধায়ক অদিতি মুন্সী, বিধায়ক সোহম চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীল, চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস প্রমুখ। এসেছিলেন মহানায়কের পরিবারের সদস্যরাও। সবমিলিয়ে চাঁদের হাট। পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে তাঁরা মহানায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

‘মহানায়ক সম্মান’ প্রদান করা হয় সোমনাথ কুণ্ডুকে, আনন্দ্য আঢ্য, গার্গী রায়চৌধুরী, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচিকে। ‘মহানায়ক শ্রেষ্ঠ সম্মান’ প্রদান করা হয় গৌতম ঘোষকে। প্রত্যেকের হাতে সম্মাননা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শুভেচ্ছা জানান সম্মাননা প্রাপকদের।

পরিবেশিত হয় মনোগ্রাহী সংগীতানুষ্ঠান। মহানায়ক উত্তমকুমার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গান গেয়ে শোনান এই সময়ের বিশিষ্ট সংগীতশিল্পীরা। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গাইলেন সবিতা চৌধুরী ও সহশিল্পীদের গাওয়া ‘সিস্টার’ ছবির ‘বিশ্বপিতা তুমি’ গানটি। মনোময় ভট্টাচার্য শোনালেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘মন নিয়ে’ ছবির ‘ওগো কাজলনয়না হরিণী’। তৃষা পাড়ুই গাইলেন গীতা দত্তের গাওয়া ‘হারানো সুর’ ছবির ‘তুমি যে আমার’। বিবেক কুমার শোনালেন ‘রাজকুমারী’ ছায়াছবির ‘কী বলিতে এলে’। মূল গানটি গেয়েছিলেন কিশোর কুমার। জোজো শোনালেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘কে জানে ক-ঘণ্টা’। ছায়াছবির নাম ‘সোনার খাঁচা’। নচিকেতা চক্রবর্তী পরিবেশন করেন ‘ছদ্মবেশী’ ছবি থেকে মান্না দে-র গাওয়া ‘আমি কোন পথে যে চলি’। ঐতিহ্য রায় পরিবেশন করেন লতা মঙ্গেশকরের গাওয়া ‘মন নিয়ে’ ছবির ‘চলে যেতে যেতে দিন চলে যায়’। রূপঙ্কর বাগচি শোনান ‘আনন্দ আশ্রম’ ছবির ‘পৃথিবী বদলে গেছে’। মূল গায়ক কিশোর কুমার। রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে পরিবেশিত হয় মান্না দে-র গাওয়া ‘দুই পুরুষ’ ছবির ‘বেহাগ যদি না হয় রাজি’। ইমন চক্রবর্তী শোনান ‘দেয়া নেয়া’ ছবির ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’। মূল গায়ক শ্যামল মিত্র।

এরপরেই চমক। গান গাইতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে ডেকে নেন ইন্দ্রনীল সেন। তাঁরা পরিবেশন করেন ডুয়েট। ‘দেয়া নেয়া’ ছবিতে শ্যামল মিত্রের গাওয়া ‘গানে ভুবন ভরিয়ে দেবে’। পরে ইন্দ্রনীল সেন এককভাবে শোনান ‘আনন্দ আশ্রম’ ছবি থেকে কিশোর কুমারের গাওয়া ‘আশা ছিল ভালবাসা ছিল’। শেষে বাবুল সুপ্রিয় পরিবেশন করেন ‘অমানুষ’ ছবির গান ‘কী আশায় বাঁধি খেলাঘর’।

আরও পড়ুন – বাংলায় কথা বলায় আটক! রাজ্যের উদ্যোগে গুরুগ্রাম থেকে ফিরছেন মালদহের আট শ্রমিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জেলা থেকে রাজ্য, পঞ্চমীর প্রাক্কালেই পুজো ক্যানভাসে বাঙালি উন্মাদনার জোয়ার 

বৃষ্টির পূর্বাভাসের (Rain forecast) জেরে আগেভাগে ঠাকুর দেখার যে ট্রেন্ড মহালয়া থেকে তৈরি হয়েছে, চতুর্থীর রাতে তা একেবারে...

ভিড়ের চ্যালেঞ্জ সামলে প্রতি পুজোয় Successful কলকাতা ট্রাফিক পুলিশ

সৌভিক চক্রবর্তী, অফিসার ইন চার্জ, হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড ছোটবেলার দুর্গাপুজো (Durga Puja) ছিল নতুন জামা, নতুন জুতোয় পায়ে...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

এবার ওষুধেও ১০০% শুল্ক ট্রাম্পের! বিপুল ক্ষতির আশঙ্কা ভারতের

ট্রাম্প-মোদির বন্ধুত্বের সম্পর্ক (Trump-Modi relationship) কিছুতে ঠিক হচ্ছে। ট্রাম্পের শুল্কবাণে অতিষ্ট ভারত। তাও প্রকাশ্যে কিছু বলে উঠতে পারছে।...