Wednesday, August 13, 2025

সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ: আয়ুরমিত্রের অনুষ্ঠানে ব্যাখ্যা কুণালের

Date:

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে আয়ুর্বেদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বহুদিনের। আমাদের চারপাশের সবুজের সমাহারের মাঝেই যে সুস্থ থাকার চাবিকাঠি লুকিয়ে রয়েছে সেই কথা আরও একবার তুলে ধরল আয়ুরমিত্র। শনিবারের সকালে কলকাতার অশোক রোড এলাকায় অবস্থিত আয়ুরমিত্র বিপণিতে বিনামূল্যে চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বনমন্ত্রী বিরবাহা হাঁসদার সহযোগিতায় অনুষ্ঠিত এই পরিবেশ কল্যাণমূলক ভাবনার সঙ্গী হলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনিই এই অনুষ্ঠানের মূল উদ্বোধক। এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। আয়ুরমিত্রের তরফে আয়োজক সুচেতা ঘোষের (Sucheta Ghosh) এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে মন্তব্য করেন বিশিষ্টরা।

কুণাল বলেন, প্রায় পাঁচ হাজার বছর ধরে প্রকৃতির সম্পদ থেকে আয়ুর্বেদ ওষুধ তৈরির প্রথা চলে আসছে। এই বিষয়ে নিজের ভালো লাগার কথা বলতে করতে গিয়ে তিনি আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে তাঁর পারিবারিক যোগসূত্রের কথাও উল্লেখ করেন। উপস্থিত কচিকাচাদের উদ্দেশ্যে তিনি বলেন, ছোটবেলায় মা ঠাকুমারা যে তুলসী পাতা খাইয়ে দিতেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। আর আজ যেমন তুলসী গাছ রয়েছে, পাশাপাশি সেখান থেকে আয়ুর্বেদ ওষুধ তৈরি হয়ে চলে আসছে আমাদের কাছে। ফলে যাঁদের বাড়িতে গাছ লাগাবার সুযোগ নেই তাঁরাও কিন্তু এই আয়ুর্বেদ ওষুধ থেকে নিজেদের সুস্থ থাকার রসদ খুঁজে পাবেন। মুনিঋষিরাও যুগ যুগ ধরে আয়ুর্বেদ চর্চা করেছেন। জটিল আধুনিক পদ্ধতি এড়িয়ে এই আয়ুর্বেদ কার্যকরী ফল দিতে সক্ষম। তাই এই সম্পর্কে আরও বেশি করে সাধারণ মানুষকে জানানো প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রাক্তন সাংসদ।

এদিনের অনুষ্ঠানে আমলকি, বকুল, অর্জুন, শিউলির মতো ভেষজ সহ হাজার চারাগাছ বিতরণ করা হয়। বিধায়ক দেবব্রত মজুমদার চিকিৎসাবিজ্ঞানে আয়ুর্বেদের গুরুত্তের কথা উল্লেখ করার পাশাপাশি পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের বার্তাও দেন।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version