Sunday, November 9, 2025

সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ: আয়ুরমিত্রের অনুষ্ঠানে ব্যাখ্যা কুণালের

Date:

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে আয়ুর্বেদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বহুদিনের। আমাদের চারপাশের সবুজের সমাহারের মাঝেই যে সুস্থ থাকার চাবিকাঠি লুকিয়ে রয়েছে সেই কথা আরও একবার তুলে ধরল আয়ুরমিত্র। শনিবারের সকালে কলকাতার অশোক রোড এলাকায় অবস্থিত আয়ুরমিত্র বিপণিতে বিনামূল্যে চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বনমন্ত্রী বিরবাহা হাঁসদার সহযোগিতায় অনুষ্ঠিত এই পরিবেশ কল্যাণমূলক ভাবনার সঙ্গী হলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনিই এই অনুষ্ঠানের মূল উদ্বোধক। এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। আয়ুরমিত্রের তরফে আয়োজক সুচেতা ঘোষের (Sucheta Ghosh) এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে মন্তব্য করেন বিশিষ্টরা।

কুণাল বলেন, প্রায় পাঁচ হাজার বছর ধরে প্রকৃতির সম্পদ থেকে আয়ুর্বেদ ওষুধ তৈরির প্রথা চলে আসছে। এই বিষয়ে নিজের ভালো লাগার কথা বলতে করতে গিয়ে তিনি আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে তাঁর পারিবারিক যোগসূত্রের কথাও উল্লেখ করেন। উপস্থিত কচিকাচাদের উদ্দেশ্যে তিনি বলেন, ছোটবেলায় মা ঠাকুমারা যে তুলসী পাতা খাইয়ে দিতেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। আর আজ যেমন তুলসী গাছ রয়েছে, পাশাপাশি সেখান থেকে আয়ুর্বেদ ওষুধ তৈরি হয়ে চলে আসছে আমাদের কাছে। ফলে যাঁদের বাড়িতে গাছ লাগাবার সুযোগ নেই তাঁরাও কিন্তু এই আয়ুর্বেদ ওষুধ থেকে নিজেদের সুস্থ থাকার রসদ খুঁজে পাবেন। মুনিঋষিরাও যুগ যুগ ধরে আয়ুর্বেদ চর্চা করেছেন। জটিল আধুনিক পদ্ধতি এড়িয়ে এই আয়ুর্বেদ কার্যকরী ফল দিতে সক্ষম। তাই এই সম্পর্কে আরও বেশি করে সাধারণ মানুষকে জানানো প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রাক্তন সাংসদ।

এদিনের অনুষ্ঠানে আমলকি, বকুল, অর্জুন, শিউলির মতো ভেষজ সহ হাজার চারাগাছ বিতরণ করা হয়। বিধায়ক দেবব্রত মজুমদার চিকিৎসাবিজ্ঞানে আয়ুর্বেদের গুরুত্তের কথা উল্লেখ করার পাশাপাশি পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের বার্তাও দেন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version