Thursday, November 13, 2025

মরসুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ

Date:

Share post:

মরসুমের প্রথম ডার্বি ইস্টবেঙ্গলের( Eastbengal)। সিএফএলের(CFL) মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহনবাগানকে (Mohunbagan) ৩-২ গোলে হারিয়ে ডার্বি জয় লাল-হলুদ ব্রিগেডের। দ্বিতীয়ার্ধে মোহনবাগান ম্যাচে সমতায় ফিরলেও, ডেভিডের (David) দুরন্ত গোলেই সাফল্যার হাসি বিনো জর্জের মুখে। আর সেইসঙ্গেই স্টেডিয়াম জুড়ে শুরু উচ্ছ্বাস, সেলিব্রেশন। শনিবারের কল্যাণী স্টেডিয়ামের রং লাল-হলুদ (Red and Gold)।

ডার্বি ঘিরে এদিন উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কানায় কানায় ভর্তি ছিল কল্যানী স্টেডিয়াম। সেখানেই ম্যাচ শুরুর ৯ মিনিটের মধ্যেই জেসিন টিকের (Jasin TK) গোল। এগিয়ে যায় ইস্টবেঙ্গল (Eastbengal)। তবে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে এদিন দুরন্ত ফর্মে ছিলেন সায়ন। বেশ কয়েকটা সুযোগ নষ্ট না করলে আরও আগেই ইস্টবেঙ্গল ব্যবধান বাড়িয়ে ফেলতে পারত।

মোহনবাগান গোলরক্ষকের ভুলে ডেভিডই দ্বিতীয় গোলটি করে ফেলতে পারতেন। তবে তা হয়নি। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সায়নের (Sayan Banerjee) গোলে আরও ব্যবধান বাড়িয়ে ফেলে ইস্টবেঙ্গল (Eastbengal)।

দ্বিতীয়ার্ধে মোহনবাগান পিছিয়ে থেকে নামলেও, এদিন গোল পেতে মরিয়া ছিল তারা। বিরতির পর থেকেই মোহনবাগানও চাপ বাড়াতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই মোহনবাগানের হয়ে প্রথম গোলটা করেন কাসতানহা।

এর কিছুক্ষণের মধ্যেই ফের মোহনবাগানের আক্রমণ। এবার কিয়ান নাসিরির দুরন্ত গোল। আর তাতেই ইস্টবেঙ্গল গ্যালারী কিছুক্ষন চিন্তা। তবে বেশীক্ষণ ইস্টবেঙ্গলকে অপেক্ষা করতে হয়নি। অবশেষে গোলের মুখ খোলেন ডেভিড। ৬৯ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তিনি।

এরপরও অবশ্য ডেভিড একটা সহজ সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। তবে মরসুমের প্রথম ডার্বিটা ইস্টবেঙ্গলই নিজেদের পকেটে পুড়েছে। এরপরই গ্যালারীতে শুরু উচ্ছ্বাস। দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা সায়ন বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...