Wednesday, August 27, 2025

মরসুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ

Date:

Share post:

মরসুমের প্রথম ডার্বি ইস্টবেঙ্গলের( Eastbengal)। সিএফএলের(CFL) মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহনবাগানকে (Mohunbagan) ৩-২ গোলে হারিয়ে ডার্বি জয় লাল-হলুদ ব্রিগেডের। দ্বিতীয়ার্ধে মোহনবাগান ম্যাচে সমতায় ফিরলেও, ডেভিডের (David) দুরন্ত গোলেই সাফল্যার হাসি বিনো জর্জের মুখে। আর সেইসঙ্গেই স্টেডিয়াম জুড়ে শুরু উচ্ছ্বাস, সেলিব্রেশন। শনিবারের কল্যাণী স্টেডিয়ামের রং লাল-হলুদ (Red and Gold)।

ডার্বি ঘিরে এদিন উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কানায় কানায় ভর্তি ছিল কল্যানী স্টেডিয়াম। সেখানেই ম্যাচ শুরুর ৯ মিনিটের মধ্যেই জেসিন টিকের (Jasin TK) গোল। এগিয়ে যায় ইস্টবেঙ্গল (Eastbengal)। তবে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে এদিন দুরন্ত ফর্মে ছিলেন সায়ন। বেশ কয়েকটা সুযোগ নষ্ট না করলে আরও আগেই ইস্টবেঙ্গল ব্যবধান বাড়িয়ে ফেলতে পারত।

মোহনবাগান গোলরক্ষকের ভুলে ডেভিডই দ্বিতীয় গোলটি করে ফেলতে পারতেন। তবে তা হয়নি। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সায়নের (Sayan Banerjee) গোলে আরও ব্যবধান বাড়িয়ে ফেলে ইস্টবেঙ্গল (Eastbengal)।

দ্বিতীয়ার্ধে মোহনবাগান পিছিয়ে থেকে নামলেও, এদিন গোল পেতে মরিয়া ছিল তারা। বিরতির পর থেকেই মোহনবাগানও চাপ বাড়াতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই মোহনবাগানের হয়ে প্রথম গোলটা করেন কাসতানহা।

এর কিছুক্ষণের মধ্যেই ফের মোহনবাগানের আক্রমণ। এবার কিয়ান নাসিরির দুরন্ত গোল। আর তাতেই ইস্টবেঙ্গল গ্যালারী কিছুক্ষন চিন্তা। তবে বেশীক্ষণ ইস্টবেঙ্গলকে অপেক্ষা করতে হয়নি। অবশেষে গোলের মুখ খোলেন ডেভিড। ৬৯ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তিনি।

এরপরও অবশ্য ডেভিড একটা সহজ সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। তবে মরসুমের প্রথম ডার্বিটা ইস্টবেঙ্গলই নিজেদের পকেটে পুড়েছে। এরপরই গ্যালারীতে শুরু উচ্ছ্বাস। দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা সায়ন বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...