Sunday, November 2, 2025

রবিবারই শহরে ইস্টবেঙ্গলের হামিদ আহাদাদ(Hamid Ahadad)। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলেল (Eastbengal) জার্সিতে দেখা যেতে পারে মরক্কোর এই তারকা স্ট্রাইকারকে। এই মরসুমে ইস্টবেঙ্গলের ফুটবলার সই করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চমক ছিল এই হামিদ (Hamid Ahadad)। হাকিমির পাশে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই হামিদের শহরে আসার অপেক্ষাতেই ছিল অগুন্তী ইস্টবেঙ্গল সমর্থকরা। রবিবারই শহরে পৌঁছচ্ছেন মরক্কোর এই তারকা ফুটবলার।

এই মরসুমে দল গঠনে একের পর এক চমক দিয়েছে ইস্টবেঙ্গল (Eastbengal)। তাদের মধ্যেই হামিদ হল সবচেয়ে বড় চমক। তাঁর খো দেখার জন্য এই মুহূর্তে মুখিয়ে রয়েছে অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকরা। এই মুহূর্তে চলছে ডুরান্ড কাপ। সেখানেই এবার হামিদের (Hamid Ahadad) অভিষেক হতে চলেছে। রবিবার শহের এলেও সেদিন প্রস্তুতি সারবেন না তিনি। সবকিছু ঠিকঠাক চললে নতুন সপ্তাহের শুরু থেকেই লাল-হলুদ জার্সিতে মাঠে নেমে পড়বেন তিনি।

আইএসএলের আগে ডুরান্ড কাপেই নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চাইছেন ইস্টবেঙ্গলের হেডস্যার অস্কার ব্রুজোঁ। কেভিন, মিগুয়েলরা ইতিমধ্যেই শহরে চলে এসেছেন। যদিও নতুব বিদেশিদের মধ্যে এখনও পর্যন্ত অভিষেক হয়েছে রশিদেরই। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছে ইস্টবেঙ্গল।

প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল তারা। সেই ম্যাচে ৫-০ গোলে ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচ আগামী ১০ অগাস্ট। সেদিনই কেভিন, মিগুয়েলদের সঙ্গে অভিষেক হতে পারে হামিদ আহদাদেরও। রবিবার এখন শুধুই তাঁর শহরের মাটিতে পা রাখার অপেক্ষায় অসংখ্য লাল-হলুদ সমর্থকরা।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version