Tuesday, November 11, 2025

NRC আতঙ্ক বাড়ছে কোচবিহারে, এবার নোটিশ পেলেন মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত!

Date:

‘বাংলাদেশি’ সন্দেহে এবার কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসকে (Nishikanta Das) এনআরসি-র নোটিশ (NRC Notice) পাঠালো অসম সরকার। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য এলাকায়। ৭০ বছরের প্রবীণ জানাচ্ছেন, প্রায় তিরিশ বছর আগে জীবিকার খোঁজে গিয়েছিলেন অসমের গুয়াহাটিতে। সেখানে বাংলাদেশি সন্দেহে প্রথমে আটক করা হলেও পরে বৈধ নথি দেখে ছেড়ে দেয় পুলিশ। মাস ছয়েক সেখানে কাজ করার পর ফিরে আসেন বাংলায়। এত বছর পর কেন তাঁকে ফের কেন টার্গেট করা হচ্ছে তা নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন নিশিকান্ত।

বাংলার কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তমকুমার বজ্রবাসী ও ফালাকাটার অঞ্জলি শীল এমন নোটিশ আগেই পেয়েছেন। এবার সেই তালিকায় ৭০ বছর বয়সে নিশিকান্ত। প্রতিবেশীরা বলছেন বহু বছর ধরে প্রবীন এই ব্যক্তি মাথাভাঙায় থাকেন। এত বছরের বাসিন্দার সমস্ত নথি থাকা সত্ত্বেও এভাবে ‘বাংলাদেশি’ তকমা দেওয়া কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। নিশিকান্তকে পাঠানো নোটিশে লেখা রয়েছে, তাঁর বাবার নাম সহ পুরনো ভোটার তালিকা পেশ করতে হবে। আতঙ্কে রাতের ঘুম উড়েছে তাঁর। কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাকে টার্গেট করে ঘুরেপথে এনআরসি চালু করতেই যে এই ধরনের নোটিশ পাঠাতে শুরু করেছে সে কথা উল্লেখ করে উত্তমকুমার ব্রজবাসী ও অঞ্জলি শীলের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। নিশিকান্ত দাসের খবর সামনে আসতেই পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, “বাংলার মানুষকে কেউ তাড়াতে পারবে না।”

 

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version