Saturday, November 8, 2025

আন্দ্রে রাসেলের (Andre Russell) ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিহাস টিম ডেভিডের (Tim David)। অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন টিম ডেভিড (Tim David)। টি টোয়েন্টিতে সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছতে সময় নিলেন মাত্র ৩৭টি বল। আর তাতেই কার্যত গোটা বিশ্ব হতবাক। ঐতিহাসিক সেঞ্চুরির পরই প্রকাশ্যে এল আপও এক তথ্য। আন্দ্রে রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি রেকর্ড গড়লেন টিম ডেভিড।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অজি তারকা টিম ডেভিড। তাঁর সামনে ক্যারিবিয়ান ব্রিগেডের বোলাররা ছিলেন কার্যত অসহায়। রাসেলের ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন। আর তাতেই তৈরি করে ফেললেন ইতিহাসষ। ভেঙে দিলেন তাঁরই সতীর্থ জশ ইঙ্গলিসের সমস্ত রেকর্ড। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি।

টিম ডেভিডের ব্যাট থেকে এদিন শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। আবার তাঁর ব্যাটে ভর করেই সিরিজও পকেটে পুরে ফেলল অস্ট্রেলিয়া। ম্যাচ শেষেই তাঁর ব্যাটের রহস্য সামনে আনলেন টিম ডেভিড। রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি সাফল্য।

ডেভিড জানিয়েছেন, “আন্দ্রে রাসেলের ব্যাট প্রায় এক বছর ধরে বয়ে নিয়ে চলেছি আমি। এদিনই আমার মনে হয়েছিল যে এই ম্যাচেই রাসেলের ব্যাট ব্যবহারের উপযুক্ত। পাওয়ার হিটিংয়ে বহু সময় কাটিয়েছি। এবার আমার শট নির্বাচনের দিকেই প্রধান নজর”।

টিম ডেভিডের ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস সাজানো রয়েছে ছটি চার ও ১১টি ছক্কা দিয়ে। এদিন মাঠে কার্যত ডেভিড ঝড় উঠেছিল। আর তাতেই খরকুটোর মতো উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাঁর ব্যাটে ভর করেই ৬ উইকেটে এই ম্যাচ জিতে নিয়েছে অল্ট্রেলিয়া।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version