Tuesday, November 4, 2025

অস্ট্রেলিয়ায় আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত, চাপাতির কোপে রক্তাক্ত যুবক!

Date:

অস্ট্রেলিয়ার মাটিতে শারীরিক হেনস্থার শিকার ভারতীয় বংশোদ্ভূত ৩৩ বছরের সৌরভ আনন্দ।মেলবোর্নের আল্টোনা মিডোস এলাকার সেন্ট্রাল স্কয়্যার শপিং সেন্টারের বাইরে একদল নাবালক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ (Indian-Origin Man Brutally Attacked in Australia)। গত ১৯ জুলাই ফার্মেসি থেকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওষুধ কিনে ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে বেরোচ্ছিলেন আনন্দ। সেই সময়ে তাঁর উপর অতর্কিত আক্রমণ করা হয়। রাস্তার মাঝেই সৌরভকে ঘিরে ধরে পাঁচ জন। কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় বংশোদ্ভূতকে ঘুষি মারতে শুরু করেন অভিযুক্তরা। একজন তাঁর পকেটে হাত ঢুকিয়ে জিনিসপত্র বের করার চেষ্টা করে। আরেকজন তাঁর গলায় চাপাতি তাক করে। দুর্ভাগ্যবশত ব্লেডটি তাঁর কব্জি, হাত এবং হাড় ভেদ করে বেরিয়ে যায়। হামলার ধাক্কায় প্রায় কেটে গিয়েছিল তাঁর একটি হাত। পরে হাসপাতালে তাঁর সেই হাত জোড়া লাগানো সম্ভব হয়।

সৌরভ জানিয়েছেন যে সেই সময় হঠাৎ করে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলেন। হাত নাড়াতে পারছিলেন না তিনি। চিকিৎসকেরা জানান আনন্দের কাঁধ ও পিঠে গভীর ক্ষত রয়েছে। তাঁর মেরুদণ্ড ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, হাতে একাধিক হাড় ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা আনন্দের চিৎকার শুনে জরুরি পরিষেবায় ফোন করে। এরপর তাঁকে উদ্ধার করে রয়্যাল মেলবোর্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে অঙ্গচ্ছেদের কথা ভাবলেও কয়েক ঘণ্টার অস্ত্রোপচারের পরে শেষ পর্যন্ত তাঁর বাঁহাতটি পুনরায় সংযুক্ত করা সম্ভব হয়েছে। তাঁর কব্জি এবং হাতে স্ক্রু ঢোকানো হয়েছে। কী কারণে হামলা তা স্পষ্ট নয়। তদন্তে নেমে অভিযুক্ত ৫ জনের মধ্যে থেকে ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রত্যেকেই নাবালক, তাঁদের মধ্যে দুজন আবার জামিনে ছাড়াও পেয়ে গেছেন।

 

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version