Friday, November 14, 2025

আজ বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রবি থেকেই ভাষা আন্দোলনে তৃণমূল কংগ্রেস

Date:

ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আজ (২৭ জুলাই) থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) ভাষা আন্দোলন শুরু। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইমতো বীরভূমের মাটি থেকেই এই আন্দোলনের সূচনা করতে চাইছে রাজ্যের শাসক দল। রবিবার বিকেলে বীরভূম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুরে প্রতিবাদ মিছিলে হাঁটবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বেছে বেছে বাংলা ভাষাভাষী মানুষের উপর ধারাবাহিক ভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস।২১ জুলাই শহরের ধর্মতলার সভায় তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘বাংলা ভাষার প্রতি এই অপমান আমরা মেনে নেব না।’ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং ভিন রাজ্যে বাঙালিদের নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ – প্রতিবাদ কর্মসূচি হবে। যার সূচনা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর থেকে। তার আগে আজ নানুরে শহিদ মঞ্চ থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এই আন্দোলন শুরু করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমসহ বীরভূমের কোর কমিটির নয় সদস্য।  সোম এবং মঙ্গলের বীরভূমের মাটিতে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৮ জুলাই দুপুরে গীতাঞ্জলি সভাগৃহে একটি প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কর্মশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে। ঐদিন বিকেল ৪টে নাগাদ বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে জামবনি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মিছিলে অংশ নেবেন। শেষে জামবনি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অস্থায়ী মঞ্চ থেকে ভাষণ দেবেন। ২৯ জুলাই মুখ্যমন্ত্রী ইলামবাজারে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

Related articles

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...
Exit mobile version