Monday, August 11, 2025

রোজভ্যালির সঙ্গে ‘অংশীদারিত্বের’ চুক্তি! প্রমাণ তুলে মিঠুনকে চার প্রশ্ন কুণালের

Date:

রাজ্যের মানুষের কষ্টার্জিত টাকা মেরে এখন বিজেপির আশ্রয়ে বিজেপি নেতা হয়েছেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি যখন বাংলার মানুষের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্মম অসাংবিধানিক অত্যাচার চলছে সেইসময়ে ফের সংবাদের আলোয় মিঠুন (Mithun Chakraborty)। কিন্তু এবারেও রাজ্যের মানুষের পাশে নয়, বিজেপি নেতা হয়ে দাঁড়িয়েছেন বাংলার মানুষের বিরুদ্ধে। তার পিছনে আসলে যে নিজের আর্থিক দুর্নীতি ঢাকার অভিসন্ধিই কাজ করছে, ফাঁস করল বাংলার শাসকদল। তৃণমূল ও তার নেতাদের বিরুদ্ধে যে কুৎসা করছেন মিঠুন, বিজেপির ছাতার তলার দাঁড়িয়ে তা যে আদতে রোজ ভ্যালি (Rose Valley) সংস্থার সঙ্গে নিজের আর্থিক দুর্নীতি ঢেকে জেল গমন থেকে বাঁচতে, এবার তা ফাঁস করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

মিঠুন দাবি করেছিলেন রোজ ভ্যালির সঙ্গে তাঁর শুধুই অভিনেতা অ্যাম্বাসাডারের সম্পর্ক। সম্প্রতি তাঁর সেই সময়ের সহকারী ফাঁস করেছেন, কীভাবে গৌতম কুণ্ডুর গ্রেফতারির সময় তিনি রাতারাতি রোজ ভ্যালিতে থাকা অংশ তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচাতে নেমেছিলেন। এবার প্রকাশ্যে রোজ ভ্যালির (Rose Valley) ব্যবসায়িক চুক্তি যেখানে সই করেছেন মিঠুন ও তাঁর স্ত্রী যোগিতা চক্রবর্তী। সেখানেই মিঠুনকে হেফাজতে নিয়ে জেরার করার দাবি কুণাল ঘোষের।

বাংলার মানুষকে প্রতারণা করা চিটফান্ড মামলায় মিঠুন চক্রবর্তীকে গ্রেফতারের দাবি জানিয়ে চারটি প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। প্রথমত, যে নথি প্রকাশ্যে এসেছে সেটি কী সত্য? সত্য হলে রোজ ভ্যালির (Rose Valley) সঙ্গে আরও বাণিজ্যিক লেনদেন মিঠুনদার (Mithun Chakraborty) আছে কি না? সামনে আসা নথিতে দেখা যাচ্ছে রোজ ভ্যালির গ্রেফতার কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে একই কাগজে স্বাক্ষর করেছেন মিঠুন-পত্নী যোগিতা চক্রবর্তী। সাক্ষী হিসাবে স্বাক্ষর করছেন স্বয়ং মিঠুন।

গোটা ঘটনার সত্যি প্রকাশের দাবি নিয়ে কুণাল ঘোষের দ্বিতীয় প্রশ্ন, রোজ ভ্যালি থেকে মোট কত টাকা মিঠুনদা পেয়েছে? তৃতীয় প্রশ্ন, রোজ ভ্যালি থেকে পাওয়া টাকা মিঠুনদা ফেরত দিয়েছে কি না?

আরও পড়ুন: পরিত্রাণ নেই শিশুর! বিজেপির দিল্লি পুলিশের অত্যাচারের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

আর সেখানেই কীভাবে এতকিছুর পরেও মিঠুনকে গ্রেফতার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে কেন্দ্রের শাসকদল বিজেপির যোগ তুলে ধরেন কুণাল ঘোষের প্রশ্ন, রোজ ভ্যালির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি কেন মিঠুনদাকে গ্রেফতার করেনি? যদি আমি সাংবাদিক হয়ে লিখিত চুক্তিতে ছ’সাতটি মিডিয়ায় বিপুল কাজ করে চেকে পারিশ্রমিক নিয়ে ট্যাক্স দিয়েও বন্দি হই, কলঙ্কিত হই; মিঠুনদা সারদা, রোজ ভ্যালিতে গ্রেপ্তার নয় কেন? এই কারণেই কি বিজেপির পায়ে পড়ে বাঁচা?

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version