Thursday, August 21, 2025

পুজো দিতে গিয়ে হুড়োহুড়ি, হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু!

Date:

রবিবার সকালে হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনা (Mansa Devi temple in Haridwar stampede accident)। ভিড়ের কারণে পুণ্যার্থীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইতিমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

পাহাড়ের কোলে অবস্থিত মন্দিরে উঠতে অনেকটা সিঁড়ি চড়তে হয়। এখানেই শুরু হয় ধাক্কাধাক্কি। পুণ্যার্থীরা একে অন্যকে টপকে উপরে উঠতে গেলে ঘটে যায় দুর্ঘটনা বলে মনে করছে স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয়শঙ্কর পান্ডে (Vinay Shankar Pandya) জানান খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে পাঠানো হচ্ছে। সূত্রের খবর, বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version