আমেরিকার (America) মিশিগানের ওয়ালমার্ট (Walmart) সুপারমার্কেটে এলোপাথাড়ি ছুরিকাঘাতের (stabbing) ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান পুলিশ। আতঙ্কিত ক্রেতাদের ভিড়ে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় জনপ্রিয় এই সুপারমার্কেট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তি আচমকা স্টোরে প্রবেশ করে ধারালো ছুরি নিয়ে ক্রেতাদের উপর আক্রমণ শুরু করে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে হামলাকারীকে গুলি করে পুলিশ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
ওয়ালমার্টের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই ঘটনায় আমরা শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
হামলায় আহত ১১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও, অধিকাংশই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহতদের মিশিগানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এফবিআই। আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ধর্ষণের চেষ্টা! ফের প্রশ্নে ওড়িশা প্রশাসন
–
–
–
–
–
–
–
–
–
–
–
–