Wednesday, August 20, 2025

বার্ষিক আয় মাত্র ৩ টাকা! বিজেপি রাজ্যে ‘দরিদ্রতম কৃষক’, ছাপার ভুল বলে সাফাই প্রশাসন

Date:

বার্ষিক আয় মাত্র ৩ টাকা! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাটনা জেলার এক কৃষকের আয়-শংসাপত্রে সরকারিভাবে লেখা, তাঁর বছরে আয় মাত্র তিন টাকা। প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। তীব্র কটাক্ষ করে কংগ্রেস বলে, ভারতের দরিদ্রতম (poorest) মানুষ। যদিও পরে মধ্যপ্রদেশ সরকারের সাফাই ছাপার ভুলেই এই বিভ্রাট।

প্রশাসনের গাফিলতি আর অব্যবস্থার এক জ্বলন্ত উদাহরণ সাটনার কোটি তহসিল এলাকায়। কৃষক রামস্বরূপ লোধি যখন সরকারি কৃষি সহায়তার জন্য দরকারি কাগজপত্র জমা দেন, তখন তাঁকে আয় সংক্রান্ত এই শংসাপত্রটি দেওয়া হয়। সেখানে লেখা ছিল-বার্ষিক আয় (annual income) ৩ টাকা। অর্থাৎ মাসে মাত্র ২৫ পয়সা! সঙ্কটে পড়ে জেলা প্রশাসন একে ‘টাইপিং মিস্টেক’ বলে দায় এড়িয়ে চলার চেষ্টা করছে। বলা হয়েছে, প্রকৃত আয় ৩০,০০০, কিন্তু টাইপিংয়ে ভুল হয়ে গিয়েছে। কোঠির তহসিলদার সৌরভ দ্বিবেদী ভুল স্বীকার করে বলেছেন, “আমাদের অফিস থেকে একটি আয়ের শংসাপত্র জারি করা হয়েছিল। যেখানে এক কেরানির ভুল ভুলবশত বার্ষিক আয়৩ টাকা হিসাবে লেখা হয়েছিল। এটি এখন সংশোধন করা হয়েছে।”

কিন্তু প্রশ্ন উঠছে, আয় সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ নথি-যার উপর নির্ভর করে সরকারি ভাতা, ফসল বিমা ও ঋণের সুবিধা-সেখানে এত গুরুতর ভুল? এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের কৃষক-নীতি নিয়ে ফের বিরোধীরা সরব হয়েছেন। কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, “মধ্যপ্রদেশের কৃষকরা মরছেন ঋণের দায়ে, শস্যের দাম পাচ্ছেন না। আর প্রশাসন বলছে তাঁদের বার্ষিক আয় ৩ টাকা! নির্লজ্জ এই সরকার।” কংগ্রেস ছাড়াও সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি এবং কৃষক সংগঠনগুলো এই ঘটনাকে ‘কৃষক-নিগ্রহের প্রতীক’ বলে সমালচনা করেছে।

এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল, বিজেপির ডিজিটাল ভারতের প্রচার যতটা জোরালো, বাস্তবে ততটাই নড়বড়ে তার ভিত্তি। কৃষকদের নাম, জমির পরিমাণ, ফসলের তথ্য, আয়ের পরিমাণ- সবকিছুই ডেটার উপর নির্ভর করে, আর সেখানেই ভয়াবহ গাফিলতি! আরও পড়ুন : সপ্তাহের শুরুতেই কলকাতা মেট্রোয় বিপর্যয়, ব্লু লাইনে বন্ধ কবি সুভাষ পর্যন্ত পরিষেবা

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...
Exit mobile version