Thursday, December 18, 2025

বাংলায় অস্তিত্ব সংকটে ভুগবে! নানুরের শহিদ মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ ফিরহাদের

Date:

Share post:

নানুরের বাসাপাড়ায় শহিদ স্মরণ মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার শহিদ দিবসে যোগ দিয়ে তিনি বলেন, “২০২৬-এ বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় অস্তিত্ব সংকটে পড়বে। ২০ থেকে ২৫টির বেশি আসন পাবে না।” একইসঙ্গে তিনি বলেন, “বাংলায় হিন্দু-মুসলমান বিভাজনের চেষ্টা করে বিজেপি সফল হবে না। বাংলায় দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইয়ের নাম ফিরহাদ হাকিম।”

২০০০ সালের ২৭ জুলাই নানুরের সূচপুরে ঘটে যাওয়া ১১ জন খেতমজুর হত্যার স্মরণে এদিন শহিদ সভার আয়োজন করা হয়। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনাস্থলে ছুটে এসেছিলেন। সেই থেকে প্রতি বছর এই দিনটিকে ‘নানুর দিবস’ হিসেবে পালন করা হয়। এবছর দলনেত্রীর নির্দেশে ‘ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ’ এই মঞ্চ থেকেই শুরু হল।

শহিদ স্মরণ সভায় ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সাংসদ অসিত মাল ও জেলার একাধিক বিধায়ক।

ফিরহাদ হাকিম তাঁর বক্তব্যে বলেন, “বাঙালিদের উপর অত্যাচার চলছে। বিজেপি বাংলার সংস্কৃতি ধ্বংস করতে চায়। বাংলায় আমরা কোনও বিভেদ মানি না। রবীন্দ্রনাথকে প্রণাম করে বাংলার অধিকার রক্ষায় লড়াই চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।” তিনি আরও বলেন, “ওড়িশার সঙ্গে বাংলার সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। কিন্তু ডবল ইঞ্জিন সরকার আসার পর তা নষ্ট হয়েছে। বিজেপি বিভাজনের রাজনীতি করছে।”

এই সভা থেকে ফের একবার বাংলায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করল তৃণমূল নেতৃত্ব। দলীয় মহলের মতে, একুশের ২১ জুলাই ভাষণ ও ২৭ জুলাইয়ের নানুর দিবস—এই দুটি দিনেই তৃণমূল আগামী নির্বাচনের রূপরেখা স্পষ্ট করে দিল।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...