Tuesday, August 12, 2025

ভোটার তালিকায় নাম তুলতে আধার, এপিক গ্রহণ করতে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

ভোটার তালিকায় নাম রাখতে ভোটারদের আধার কার্ড ও এপিক কার্ডকে গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের। এই মুহূর্তে বিহারে ভোটার তালিকা সংশোধনের যে কাজ চলছে সেই প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেওয়া না হলেও আদালতের পর্যবেক্ষণ, কমিশনের কাজ চললেও আদালতের কাজে তাতে আটকে থাকতে পারে না। কমিশনকে ব্যাপক হারে মানুষকে তালিকা থেকে বাদ দেওয়ার বদলে ব্যাপক সংযুক্তির পর্যবেক্ষণ জানায় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার।

সোমবার এই মামলায় বিচারপতি প্রথমেই প্রশ্ন তোলেন আধার ও এপিক কার্ড ভোটারের পরিচয় হিসাবে গ্রহণ করা নিয়ে যে পরামর্শ দেওয়া হয়েছিল তা কেন গ্রহণ করা হয়নি। কমিশন যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ পুরোপুরি এড়িয়ে গিয়েছে, তা তুলে ধরেন এডিআর-এর আইনজীবী। কমিশন দাবি করার চেষ্টা করে এপিক কার্ড সবকিছুর প্রমাণ নয়। সেখানেই বিচারপতি জয়মাল্য বাগচি জানান, কমিশন যে নথিগুলি চেয়েছে সেগুলি একটাও সম্পূর্ণ প্রামাণ্য নথি নয়। সেক্ষেত্রে ভোটার তালিকায় যুক্ত হতে কেউ আধার আপলোড করলে তা কেন গ্রহণ করবে না কমিশন, প্রশ্ন আদালতের।

সেখানেই কমিশনের পক্ষে আইনজীবী প্রশ্ন করার চেষ্টা করেন, এই নথিগুলি জাল হতে পারে। সেখানে বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ, এই নথি সঠিকও হতে পারে। তাই প্রামাণ্য নথি হিসাবে এই দুই নথিকে রাখার নির্দেশ দেয় বেঞ্চ। সুপ্রিম কোর্টের তীব্র নির্দেশ, কমিশনকে এই দুটি নথি তালিকায় রাখতে হবে।

সেক্ষেত্রে নথি জালের প্রসঙ্গে এলে সেই সব মামলা আদালাভাবে গ্রহণ করা হবে বলেও জানানো হয়। বিচারপতির পর্যবেক্ষণ, গণহারে তালিকা থেকে নাম বাদ যেতে পারে না।

এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তালিকার খসড়া প্রকাশ চলছে। এখানেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। তালিকা থেকে বাদ যাওয়ার ক্ষেত্রে নথি যুক্ত হলে খসড়াতেও তা যুক্ত হবে। এমনকি নথি যুক্ত না থাকলেও ভোটার তালিকায় নাম থাকবে, আপত্তি যুক্ত হয়ে, পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট।

যদিও এক্ষেত্রে কোনও মতামত এদিন নির্বাচন কমিশন জানায়নি। ফলে বিহারে কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় সোমবার কোনও স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সকাল থেকে ফের বিহারে এসআইআর লাগু হওয়ার বিরোধিতায় মামলা শুনবে শীর্ষ আদালত।

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version