Wednesday, November 5, 2025

পাক হামলা নিন্দায় চুপ বিশ্ব, প্রশ্ন তুলেছিলেন অভিষেক, সুর মিলিয়ে মোদিকে বিঁধলেন রাহুল 

Date:

পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হানার পর সন্ত্রাসবাদ বিরোধী বার্তা দিয়ে সরব হয়েছে গোটা দেশ। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে নিয়ে নীরবতা নিয়েই এবার বড় প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ, একটিও দেশ পাকিস্তানের নাম করে এই হামলার নিন্দা করেনি।

এই বক্তব্যে সরাসরি প্রতিধ্বনি শোনা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগেই তোলা প্রশ্নের। অভিষেক সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সরব হয়ে বলেছিলেন, “৩৬২ কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী বিশ্বভ্রমণে গেলেন, কিন্তু এই জনসংযোগের ফল কী হল? একটি দেশও তো পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলল না!” এই কথাই কার্যত নতুন করে তুলে ধরলেন রাহুল, যা মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাহুল গান্ধী বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে দেশগুলো মুখ খুলেছে ঠিকই, কিন্তু পাকিস্তানকে কেউ দায়ী করেনি। কেন এই নীরবতা?” প্রশ্ন তুলেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যুতে দেশের প্রধান দুই বিরোধী দল এক সুরে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানানোয় চাপ বেড়েছে বিজেপি নেতৃত্বের উপর। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আরও বলেছেন, “প্রধানমন্ত্রী শুধু নিজের ছবি তোলাতে ব্যস্ত। কূটনৈতিক স্তরে ভারতের অবস্থান যে কতটা দুর্বল হয়ে পড়েছে, সেটাই আজ স্পষ্ট হয়ে গেল।” আসন্ন লোকসভা ভোটের আগে এই জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক ঘিরে উঠতে থাকা প্রশ্ন যে বিজেপির প্রচারে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, তা স্পষ্ট করে দিচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন – বাংলা বললেই বাংলাদেশি? বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version