Wednesday, November 5, 2025

‘অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি’, নাম না করে মমতাশঙ্করকে বিঁধলেন শ্রীনন্দা 

Date:

বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করের (Mamata Shankar) সঙ্গে বিতর্ক শব্দটা যেন ওতপ্রোতভাবে জড়িত। কখনও মহিলাদের শাড়ি পরার স্টাইল কখনও বা প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে মন্তব্যের জেরে সাম্প্রতিককালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন ‘মৃগয়া’ অভিনেত্রী। দিন কয়েক আগে মহিলাদের পিরিয়ডস সংক্রান্ত বিজ্ঞাপন নিয়ে তাঁর মন্তব্য ঘিরেও বিতর্কের ঝড় ওঠে। এই আবহে এবার নাম না করে সোশ্যাল মিডিয়ায় পিসিকে বিঁধলেন অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর (Shreenanda Shankar)। তাঁর কথায়, ‘অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি’। পোস্টে তিনি কারোর নাম উল্লেখ না করলেও সোশ্যাল মিডিয়া বলছে, আসলে পিসি মমতাশঙ্করের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জেরেই এমন কথা লিখেছেন তনুশ্রী ও আনন্দ শঙ্করের কন্যা।

সাম্প্রতিককালে নানা বিষয় নিয়ে নৃত্যশিল্পী মমতা শঙ্করের মতামত ঘিরে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রজন্মের সিংহভাগ মানুষই অভিনেত্রীর একাধিক ভাবনাচিন্তার বিরোধিতা করেছেন। বর্ষীয়ান শিল্পী সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি বলেই এমন মন্তব্য করছেন, এমনই দাবি বহু নেটিজেনের। এবার কি সেই সুরেই সুর মেলালেন খোদ মমতা শঙ্করের ভাইঝি শ্রীনন্দা শঙ্কর? সমাজমাধ্যমের পোস্ট অবশ্য সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

বাংলা সিরিয়ালে মুখ্যমন্ত্রীর গান, ‘চিরসখা’র আবেগে মিশেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা -সুর 

শ্রীনন্দাকে এদিন লিখতে দেখা যায়, ‘বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না। তাঁর চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তাঁর চরিত্র ভেবে নিত। তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হলো, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তাঁর বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।’ মমতাশঙ্কর অবশ্য এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি। তবে ভাইজি যে তাঁর পিসির (Mamata Shankar) বক্তব্য সমর্থন করেন না সেটা বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছেন তনুশ্রী- কন্যা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version