Wednesday, August 20, 2025

বিজেপির মধ্যপ্রদেশে প্রতিদিন ৭ তফশিলি মহিলা ধর্ষণের শিকার: বলছে সরকারি রিপোর্টই

Date:

BJP রাজ্যের অবস্থা দেখুন। মুখে নারী নিরাপত্তার বুলি আওড়ায়, বলে বেটি বাঁচাও বেটি পড়াও-এর কথা। আর ডবল ইঞ্জিন সরকারের রিপোর্টই বলছে, বিজেপির রাজ্যে নারী নিরাপত্তার লেশমাত্র নেই। বিজেপির মধ্যপ্রদেশে (Madhya Pradesh) প্রতিদিন গড়ে সাতজন তপশিলি জাতি ও উপজাতি মহিলা ধর্ষণের শিকার হচ্ছেন। বিরোধী দলের বিধায়ক আরিফ মাসুদের তোলা এক প্রশ্নের জবাবে খোদ বিজেপি সরকার প্রকাশ করেছে এই চাঞ্চল্যকর রিপোর্ট।

পরিসংখ্যান বলছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে, এসসি-এসটি সম্প্রদায়ের মহিলারা মোট ৭,৪১৮টি ধর্ষণের মামলা নথিভুক্ত করেছেন। মধ্যপ্রদেশ সরকার মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই তথ্য-পরিসংখ্যান উপস্থাপন করেছে। নিজেদের প্রকাশ করা নথিই বলছে, তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের উপর শারীরিক ও যৌন নিগ্রহের কী হারে ঘটেছে বিজেপি রাজ্যে! গত তিন বছরে রাজ্যে প্রতিদিন গড়ে সাতজন দলিত বা আদিবাসী মহিলা ধর্ষিতা হয়েছেন। শুধু ধর্ষণেই শেষ নয় এই নারী নির্যাতনের চিত্র। দলিত ও আদিবাসী সম্প্রদায়ের ৫৫৮ জন মহিলাকে হত্যা করা হয়েছে‌। ৩৩৮ জন গণধর্ষণের শিকার হয়েছেন। পারিবারিক হিংসা এবং যৌন হয়রানির ভয়াবহতা প্রকাশ করে বিজেপির (BJP) রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। ১,৯০৬ জন এসসি-এসটি মহিলা পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। অর্থাৎ এই সম্প্রদায়ের প্রায় দুজন মহিলা প্রতিদিন তাদের নিজের বাড়িতেই নিগৃহীতা হয়েছেন। এছাড়াও ৫,৯৮৩টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় পাঁচজন এসসি-এসটি মহিলা যৌন হয়রানির শিকার।

গত তিন বছরে তপশিলি মহিলাদের সঙ্গে ঘটা মোট ৪৪,৯৭৮টি অপরাধ রেকর্ড করা হয়েছে। মধ্যপ্রদেশে প্রান্তিক সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে প্রতিদিন গড়ে ৪১টি অপরাধ সংঘটিত হয়েছে। এই পরিসংখ্যান প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চয়ই আর ফাঁপা বুলি আওড়াবেন না। নারী নিরাপত্তার বড় বড় কথা মুখে আনবেন না।
আরও খবরবিজেপির বাংলা বিদ্বেষ, রেহাই নেই কার্গিল-সেনা পরিবারেরও

Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...
Exit mobile version