Monday, August 11, 2025

ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন, কতদিন বন্ধ থাকবে!

Date:

Share post:

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন কবি সুভাষ (Kobi Subhash Metro)। এবার এই নিয়ে জটিলতা বাড়ল। কবি সুভাষ মেট্রো স্টেশনের পুরো প্ল্যাটফর্ম ভেঙে ফেলা হবে। আবার নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হল মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। মেট্রো স্টেশনে ফাটল ধরা পড়ার জেরে বন্ধ হয়ে গিয়েছে পরিষেবা। তবে সমস্যা বাড়ল সম্পূর্ণ স্টেশনটিকে ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্তে। অন্তত এক বছরের জন্য স্টেশন বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে যদিও সরকরি হিসেবে ৯ মাস সময় দেওয়া হয়েছে। স্বভাবিকভাবেই মেট্রোর এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

দক্ষিণ শহরতলীর বাসিন্দারা প্রতিদিন শিয়ালদহ (Sealdah) শাখার ট্রেন ধরেন এই স্টেশনের সাহায্যে। শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন বহু মানুষ। স্টেশনটি বন্ধ থাকায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। গত এক বছরে কলকাতা মেট্রো একাধিক পরিকাঠামোগত সমস্যার মুখে পড়েছে। পার্ক স্ট্রিট, চাঁদনী চক, সেন্ট্রাল, কবি নজরুল স্টেশনেও রয়েছে সমস্যা। এমতাবস্থায় কবি সুভাষ স্টেশনের এমন পরিস্থিতি ফের মেট্রো রেলের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

প্রসঙ্গত, ২০১০ সালে নির্মিত হওয়া এই কবি সুভাষ মেট্রো স্টেশন ব্লু লাইনের দক্ষিণ দিকের চূড়ান্ত স্টেশন। মাত্র ১৫ বছরের মধ্যেই এই স্টেশনের বেহাল দশা। স্টেশনটিতে মোট ২১টি পিলার রয়েছে, যার মধ্যে চারটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। প্ল্যাটফর্মের একাংশও বসে গিয়েছে। তাই শুধু মেরামত করলেই চলবে না, সম্পূর্ণ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফাটল নজরে আসার পর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে জানিয়েছে যে পিলারগুলিতে ফাটল দেখা গিয়েছে এবং সেগুলির সঙ্গে ছাদ যুক্ত আছে। এই কাজের জন্য ব্যয় হবে আনুমানিক ৯ কোটি ৪২ লক্ষ টাকা। ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন : নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনছে রাজ্য, তৈরি প্রাথমিক খসড়া

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই বন্ধ মেট্রো! ভোর থেকে ভোগান্তি যাত্রীদের

সপ্তাহের প্রথম দিন মেট্রো বিভ্রাট যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সোমবার সকালেও সেই একই রকম ভোগান্তিতে মেট্রোর নিত্যযাত্রীরা। কোনওরকম...

রাজনৈতিক ব্যর্থতাতেই কুকথার আশ্রয়! শুভেন্দুকে কটাক্ষ কুণালের 

রাজনৈতিক ব্যর্থতা ও হতাশা থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুকথার আশ্রয় নিচ্ছেন—এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

তৃণমূলের নেতৃত্বে সোমে কমিশন ঘেরাও অভিযান বিরোধীদের 

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আগামিকাল অর্থাৎ সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও অভিযানের ডাক তৃণমূল-সহ বিরোধী...

ভারতীয় বিমানের আকাশপথ বন্ধের মাশুল! দু’মাসে পাকিস্তানের ক্ষতি ১২৭ কোটি

একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ।পহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকতেই পাল্টা পদক্ষেপ হিসাবে...