ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন, কতদিন বন্ধ থাকবে!

Date:

Share post:

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন কবি সুভাষ (Kobi Subhash Metro)। এবার এই নিয়ে জটিলতা বাড়ল। কবি সুভাষ মেট্রো স্টেশনের পুরো প্ল্যাটফর্ম ভেঙে ফেলা হবে। আবার নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হল মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। মেট্রো স্টেশনে ফাটল ধরা পড়ার জেরে বন্ধ হয়ে গিয়েছে পরিষেবা। তবে সমস্যা বাড়ল সম্পূর্ণ স্টেশনটিকে ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্তে। অন্তত এক বছরের জন্য স্টেশন বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে যদিও সরকরি হিসেবে ৯ মাস সময় দেওয়া হয়েছে। স্বভাবিকভাবেই মেট্রোর এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

দক্ষিণ শহরতলীর বাসিন্দারা প্রতিদিন শিয়ালদহ (Sealdah) শাখার ট্রেন ধরেন এই স্টেশনের সাহায্যে। শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন বহু মানুষ। স্টেশনটি বন্ধ থাকায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। গত এক বছরে কলকাতা মেট্রো একাধিক পরিকাঠামোগত সমস্যার মুখে পড়েছে। পার্ক স্ট্রিট, চাঁদনী চক, সেন্ট্রাল, কবি নজরুল স্টেশনেও রয়েছে সমস্যা। এমতাবস্থায় কবি সুভাষ স্টেশনের এমন পরিস্থিতি ফের মেট্রো রেলের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

প্রসঙ্গত, ২০১০ সালে নির্মিত হওয়া এই কবি সুভাষ মেট্রো স্টেশন ব্লু লাইনের দক্ষিণ দিকের চূড়ান্ত স্টেশন। মাত্র ১৫ বছরের মধ্যেই এই স্টেশনের বেহাল দশা। স্টেশনটিতে মোট ২১টি পিলার রয়েছে, যার মধ্যে চারটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। প্ল্যাটফর্মের একাংশও বসে গিয়েছে। তাই শুধু মেরামত করলেই চলবে না, সম্পূর্ণ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফাটল নজরে আসার পর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে জানিয়েছে যে পিলারগুলিতে ফাটল দেখা গিয়েছে এবং সেগুলির সঙ্গে ছাদ যুক্ত আছে। এই কাজের জন্য ব্যয় হবে আনুমানিক ৯ কোটি ৪২ লক্ষ টাকা। ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন : নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনছে রাজ্য, তৈরি প্রাথমিক খসড়া

spot_img

Related articles

কলকাতার সঙ্গে জুড়ে গেল চিন: ঘোষণা হল প্রথম উড়ানের দিন

ভারত সরকার চিনের সঙ্গে নতুনভাবে যোগাযোগের বার্তা দিয়েছিল। ভারত ও চিনের মধ্যে সরাসরি উড়ানের প্রস্তাবও হয়েছিল। এবার কলকাতা...

দুর্গাপুজোর বিসর্জনে বিপর্যয় মধ্যপ্রদেশে: ট্রাক্টর উল্টে মৃত ১১

দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার...