ফের ভেঙে পড়ল যুদ্ধবিমান। ক্যালিফোর্নিয়ার (California Air Accident) লিমোর নাভাল বিমানঘাঁটির কাছে আছড়ে পড়ল মার্কিন নৌসেনার যুদ্ধবিমান। বুধবার সন্ধেয় F-35 ফাইটার জেট ভেঙে পড়বে টের পেয়ে কোনও মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। গুরুতর জখম হন তিনি। এয়ারলিফটে করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভেঙে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। সোশ্যাল মিডিয়ায় সেই দুর্ঘটনার ছবি ভাইরাল (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। কয়েক সপ্তাহ আগে ইটালির রাস্তায় ভেঙে পড়েছিল একটি যুদ্ধবিমান। মৃত্যু হয়েছিল দুই যাত্রীর। তার আগে ঢাকায় স্কুলের উপর একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে ৩১ জনের প্রাণ গিয়েছিল। তার মধ্যে অধিকাংশই ছিল পড়ুয়া।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–