Thursday, August 28, 2025

কোচ বদলের পর একে কী নাইট রাইডার্সে (KKR) অধিনায়কও বদল হতে পারে। সূত্রের খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স নাকি এবার কেএল রাহুলকে (KL Rahul) দলে পেতে আগ্রহী। সেই মতো নাকি দিল্লি ক্যাপিটালসের (DC) সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম (KKR) ম্যানেজমেন্ট। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নতুন করে গুঞ্জন। এমনটা হলে যে আইপিএলের(IPL) আগ একটা বড়সড় চমক হবে তা বলার অপেক্ষা রাখে না।

শেষ মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাদের পারফরম্যান্স নিয়ে কার্যত সমালোচনার ঝড় উঠেছিল। এমন পরিস্থিতিতেই এবার কেএল রাহুলকে (KL Rahul) পাওয়ার আগ্রহ প্রকাশ কিন্তু অনেককেই বেশ অবাক করছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কেকেআর নাকি ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কথাবার্তা শুরু করেছে।

গত মরসুমে ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গিয়েছিলেন কেএল রাহুল। সেখানে ওপেনিং থেকে মিডল অর্ডার দুই জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও কেএল রাহুলের (KL Rahul) পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী। আর এমনটা দেখার পরই যে কেকেআর কেএল রাহুলকে পেতে আগ্রহ প্রকাশ করেছে তা বলার অপেক্ষা রাখে না।

নতুন মরসুম আসার আগে দলকে নতুনভাবে সাজাতে চাইছে নাইট শিবির। ইতিমধ্যেই কোচ চন্দ্রকান্থ পন্ডিতের সঙ্গে সম্পর্ক ভেঙেছে তারা। কেএল রাহুলকে দলে নিলে একসঙ্গে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের। রাহুলের থেকে নেতৃত্ব পাওয়ার পাশি ব্যাটার হিসাবেও তাঁকে পাওয়া যাবে। সেইসঙ্গে উইকেট কিপিং অপশন হিসাবেও থাকবেন তিনি। এরফলে কুইন্টন ডিকক কিংবা রহমনুল্লা গুরবাজের মধ্যে যেকোনও একজনকে ছেড়েও দিতে পারবে নাইট শিবির। অর্থাৎ রাহুল খেললে একজন বিদেশি খেলানোর অপশনও বাড়বে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version