দেড় বছরের মামলার নিষ্পত্তি হল বৃহস্পতিবার।অশোকনগরে গুমায় (Guma, Ashokenagar) তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে (Bijan Das) খুনের দেড় বছরের মাথায় অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে গত মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছিল বারাসত আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) তাঁর যাবজ্জীবনের সাজা ঘোষণা হল।
গত বছর ২৫ ফেব্রুয়ারি অশোকনগর থানার অন্তর্গত গুমা এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা বিজন দাসকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। এলাকায় ভালো কাজের জন্য পরিচিত উপপ্রধানের মৃত্যুর ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়।চারদিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। খুনের মামলায় ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা করে অশোকনগর থানা (Ashokenagar Police)। ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করার পর মঙ্গলবার সপ্তম এডিজে কোর্টের বিচারক মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন অপরাধীর সর্বোচ্চ সাজার আবেদন করা হবে। এরপর বৃহস্পতিবার শুনানি শুরু হতেই যাবজ্জীবন রাজা ঘোষণা করেছে বারাসত জেলা হাসপাতাল।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–