মর্লিন গ্রুপ (Merlin Group) এবং যুবরাজ সিং সেন্টার অব এক্সিলেন্সের(YSCE) উদ্যোগে হয়ে গেল সাত দিনের হাই পারফরম্যান্স সামার ক্লিনিক। সেখান থেকেই ছেলে এবং মেয়ে মিলয়ে স্কলারশিপ পেলেন মোট পাঁচ জন। ভবিষ্যতের খেলোয়াড়দের বেছে নিতেই এমন বিশেষ উদ্যোগ নিয়েছে মার্লিন গ্রুপ (Merlin Group) ও যুবরাজ সিং সেন্টার অব এক্সিলেন্স (YSCE)। সেখান থেকেই যারা বিশেষ স্কলারশিপ পেয়েছেন তাদের নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)। মার্লিন গ্রুপের (Merlin Group) তরফ থেকে আগামী এক বছরের জন্য এই স্কলারশিপ পাবেন বাছাই হওয়া প্রতিযোগিরা।
এই ক্যাম্পের মূল লক্ষ্যই হল কয়েকটা জায়গার দিকে বিশেষ নজর দেওয়া। টেকনিক্যাল ব্যপারের পাশাপাশি ম্যাচ প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতির দিকেই বিশেষ নজর দেওয়া হয় এই ক্যাম্পে। সেখানই বিভিন্ন বয়স ভিত্তিক গ্রুপ থেকে বেছে নেওয়া হয়েছে সেরা প্রতিযোগিদের। ছেলের গ্রুপ থেকে স্কলারশিপ পেয়েছেন ১৫ বর্ষীয় গুরুদেব সিং এবং ৮ বর্ষীয় অগনিশ আদক। অন্যদিকে মহিলাদের গ্রুপ থেকে স্কলারশিপ পেয়েছেন সুনিতা বেরা, আফিফা জাহরা এবং আয়ুতি দত্ত।
এই প্রসঙ্গেই যুবরাজ সিং জানিয়েছেন, “দক্ষতা সবসময়ই তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু মানসিক প্রস্তুতি সেই পথটা আরও সুগম করবে। যাদের সঙ্গে এই সপ্তাহে আমি কথা বললাম তাদের মধ্যে যেমন সাফল্যের খিদে রয়েছে, তেমনই প্রবল ইচ্ছাশক্তি, শেখার চেষ্টা এবং শৃঙ্খলা রয়েছে”।
যুবরাজ সিং সেন্টার অব এক্সিলেন্সের দায়িত্বপ্রাপ্ত কোচেদের দায়ত্বেই চলেছে এই হাই পারফরম্যান্স সামার ক্লিনিক ক্যাম্প।
–
–
–
–
–
–
–
–
–
–
–