Wednesday, November 5, 2025

আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষ! ডাবলিনে পিটুনির শিকার ভারতীয় বংশোদ্ভূত যুবক

Date:

আবারও বর্ণবিদ্বেষের ভয়াবহ ছবি সামনে এল আয়ারল্যান্ড (Ireland) থেকে। রাজধানী ডাবলিনের (Dublin) রাস্তায় প্রকাশ্যে এক ভারতীয় বংশোদ্ভূত (Indian origin) ব্যক্তিকে নির্মমভাবে মারধর করল একদল যুবক। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সন্তোষ যাদব নামের ওই ব্যক্তি। তাঁর দাবি, এই হামলা ছিল একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত এবং বর্ণবিদ্বেষপ্রসূত। ঘটনার পর থেকেই আইরিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

সন্তোষ যাদব জানিয়েছেন, রাতের খাবার খেয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে হাঁটছিলেন তিনি। সেই সময় পিছন থেকে ছয় জন যুবক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ছিনিয়ে নেয় তাঁর চশমা, তা ভেঙে ফেলার পর শুরু হয় বেধড়ক মারধর। তাঁর মাথা, মুখ, ঘাড়, বুকে ও পায়ে একের পর এক ঘুষি-লাথি মারতে থাকে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ফুটপাতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয় ব্লাঙ্কার্ডস্টাউন হাসপাতালে ভর্তি করা হয় সন্তোষকে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর গালের হাড় ভেঙে গিয়েছে।

এই ঘটনার কথা LinkedIn-এ নিজেই জানিয়েছেন সন্তোষ যাদব। তিনি লিখেছেন, “এই আক্রমণ শুধু আমার উপর নয়, ভারতীয় সম্প্রদায়ের উপর। ভারতীয়দের বিরুদ্ধে হিংসার ঘটনা বেড়েই চলেছে আয়ারল্যান্ডে। অথচ প্রশাসন চুপ। কিন্তু কেউ কিছু করছে না।” ঘটনার নিন্দা করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, “ভয়ানক অভিজ্ঞতা! দ্রুত সেরে উঠুন।” কেউ আবার লিখেছেন, “সবচেয়ে খারাপ হচ্ছে সরকারের নীরবতা। কোনও পদক্ষেপ নেই, কোনও ব্যবস্থা নেই।”

সন্তোষ যাদব এই পোস্টে ট্যাগ করেছেন আয়ারল্যান্ড সরকার, ভারতীয় দূতাবাস, ভারতের বিদেশ মন্ত্রক এবং আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্রকে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। আরও পড়ুনঃ হায়দরাবাদ বিমানবন্দরে মহিলার ব্যাগ থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version