Sunday, November 9, 2025

আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষ! ডাবলিনে পিটুনির শিকার ভারতীয় বংশোদ্ভূত যুবক

Date:

আবারও বর্ণবিদ্বেষের ভয়াবহ ছবি সামনে এল আয়ারল্যান্ড (Ireland) থেকে। রাজধানী ডাবলিনের (Dublin) রাস্তায় প্রকাশ্যে এক ভারতীয় বংশোদ্ভূত (Indian origin) ব্যক্তিকে নির্মমভাবে মারধর করল একদল যুবক। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সন্তোষ যাদব নামের ওই ব্যক্তি। তাঁর দাবি, এই হামলা ছিল একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত এবং বর্ণবিদ্বেষপ্রসূত। ঘটনার পর থেকেই আইরিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

সন্তোষ যাদব জানিয়েছেন, রাতের খাবার খেয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে হাঁটছিলেন তিনি। সেই সময় পিছন থেকে ছয় জন যুবক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ছিনিয়ে নেয় তাঁর চশমা, তা ভেঙে ফেলার পর শুরু হয় বেধড়ক মারধর। তাঁর মাথা, মুখ, ঘাড়, বুকে ও পায়ে একের পর এক ঘুষি-লাথি মারতে থাকে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ফুটপাতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয় ব্লাঙ্কার্ডস্টাউন হাসপাতালে ভর্তি করা হয় সন্তোষকে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর গালের হাড় ভেঙে গিয়েছে।

এই ঘটনার কথা LinkedIn-এ নিজেই জানিয়েছেন সন্তোষ যাদব। তিনি লিখেছেন, “এই আক্রমণ শুধু আমার উপর নয়, ভারতীয় সম্প্রদায়ের উপর। ভারতীয়দের বিরুদ্ধে হিংসার ঘটনা বেড়েই চলেছে আয়ারল্যান্ডে। অথচ প্রশাসন চুপ। কিন্তু কেউ কিছু করছে না।” ঘটনার নিন্দা করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, “ভয়ানক অভিজ্ঞতা! দ্রুত সেরে উঠুন।” কেউ আবার লিখেছেন, “সবচেয়ে খারাপ হচ্ছে সরকারের নীরবতা। কোনও পদক্ষেপ নেই, কোনও ব্যবস্থা নেই।”

সন্তোষ যাদব এই পোস্টে ট্যাগ করেছেন আয়ারল্যান্ড সরকার, ভারতীয় দূতাবাস, ভারতের বিদেশ মন্ত্রক এবং আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্রকে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। আরও পড়ুনঃ হায়দরাবাদ বিমানবন্দরে মহিলার ব্যাগ থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version