Tuesday, August 12, 2025

ফের মহারাষ্ট্রে বাংলার শ্রমিকের রহস্যমৃত্যু! পরিবারের পাশে তৃণমূল

Date:

ফের বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিকের রহস্যমৃত্যু! মহারাষ্ট্রের (Maharastra) পুণেতে কাজ গিয়ে মৃত্যু হয় জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা দীপু দাস (Dipu Das)। পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষী শ্রমিকের রহস্যমৃত্যু নিয়ে সরব তৃণমূল।

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থা, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুণেতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন দীপু। সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। যে ঠিকাদারে অধীন কাজ করছিলেন, তিনি জানিয়েছেন, কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন দীপু। কিন্তু পরিবারের অভিযোগ, তাঁর শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। এর আগে মহারাষ্ট্রেই (Maharastra) বসিরহাটের এক পরিযায়ী শ্রমিক ‘খুন’ হন। সেই আবহে ফের মহারাষ্ট্রেই শ্রমিকের রহস্যমৃত্যু। শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় পরিবারের সঙ্গে দেখা করেন।

পরিবার জানায়, ১০ বছরের বেশি সময় ধরে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন দীপু। সোমবার তাঁর মায়ের মৃত্যু হয়। মঙ্গলবার মায়ের মৃত্যুর খবর দিতে গিয়ে পরিবার জানতে পারে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দীপুর। বুধবার ঠিকাদার সংস্থার থেকে বেশ কিছু ছবি পাঠানো হয়। সেখানে দেখা যায় শরীরে চোট আঘাতের পাশাপাশি গলাতেও আঘাত রয়েছে। পরিবারের তরফে খুনের অভিযোগ করা হচ্ছে।

শুক্রবার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন রাজগঞ্জের জয়েন বিডিও, জেলা পরিসদের সদস্য, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রশাসনের সহযোগিতা নিয়ে এদিনই দেহ আনতে পুণের উদ্দেশ্যে রওনা দেন দীপু রায়ের পরিবারের সদস্যরা।
আরও খবর: দিন বদল: ৮ নয় ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

Related articles

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek...

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ...

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

নিউইয়র্কের (New York) ৪৪ তম 'ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে' (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের...
Exit mobile version