Thursday, August 21, 2025

সোনালিকে রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ করতে আনন্দ বোসকে সুপ্রিম নির্দেশ, কোচবিহারে সঞ্চারী

Date:

রাজ্যের উপাচার্য নিয়োগ নিয়ে বিস্তর জলঘোলা পরে সুপ্রিম নির্দেশ আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে (Sonali Chakraborty Banerjee) নিয়োগ করার জন্য আচার্য সি ভি আনন্দ বোসকে (C V Anand Bose) নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাই পাওয়ার সিলেকশন কমিটি। রাজ্যের প্রস্তাবিত তালিকায় থাকা প্রথম প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কেই কোচবিহারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করল শীর্ষ আদালত।

রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আচার্য তথা রাজ্যপালের যে মতান্তর চলছে, তার সমাধান করবেন প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিতের হাই পাওয়ার সিলেকশন কমিটি। বিচারপতি ললিত নিজে বাছাই করবেন ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জানাবেন সুপ্রিম কোর্টকে। এদিন এই দিয়েছে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের।

বিচারপতি জানিয়েছেন, ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টিতে উপাচার্য নিয়োগ হয়েছে। বাকি ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্যা তৈরি হয়। এই তালিকায় ছিল কলকাতা, যাদবপুর, রবীন্দ্র ভারতী-সহ রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়গুলি। তার মধ্যে এদিন রবীন্দ্র ভারতীতে উপাচার্য নিয়োগ করতে রাজ্যপাল তথা আচার্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version