বোলিংয়ে পারেননি, কিন্তু ব্যাটিংয়ে ব্রিটিশ বাহিনীকে উচিৎ শিক্ষা দিলেন ভারতীয় দলের নাইট ওয়াচম্যান আকাশদীপ (Akashdeep)। সেইসঙ্গেই ভারতীয় ক্রিকেটার হিসাবে গড়লেন এক বিরল রেকর্ড। দ্বিতীয় দিন নাইট ওয়াচম্যান (Night Watchman) হিসাবে মাঠে নামানো হয়েছিল আকাশদীপকে। সেই আকাশদীপের (Akashdeep) ব্যাটেই অর্ধশতরানের ঝলক। আর তাতেই নতুন বিশ্ব রেকর্ডের মালিক এই তারকা পেসার। ওভালের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন আকাশদীপ।
আকাশদীপের (Akashdeep) এই ইনিংস খেলার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সেঞ্চুরি পেলেও, ওভালে কিন্তু এদিন টক অব দ্য টাউন এই আকাশদীপ। প্রথম ভারতীয় নাইট ওয়াচম্যান হিসাবে অর্ধশতরানের ইনিংস খেলেছেন বাংলার এই পেসার। তাও আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতেই খেলেছেন সেই ইনিংস।
এছাড়া শুধু তাই নয়, যশস্বী জয়সওয়ালের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ করেও একটা নতুন ইতিহাসের স্বাক্ষী থেকেছেন আকাশদীপ। কোনও একটি সিরিজে ১৮টি সেঞ্চরি পার্টনারশিপ তৈরি করেছে ভারতীয় দল। সেই রেকর্ডের মুহূর্তেই অন্যতম স্বাক্ষী আকাশদীপ। তাঁকে নিয়েই এখন জোর চর্চায় প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–