আগামী ৬ অগাস্ট ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেই ম্যাচের আগে সৌভিক চক্রবর্তীকে (Souvik Chakrabarti) নিয়ে স্বস্তি থাকলেও, পিভি বিষ্ণুকে (PV Bishnu) নিয়ে অস্বস্তি রয়েই গিয়েছে। পিভি বিষ্ণু (PV Bishnu) প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। সূত্রের খবর অনুযায়ী বিষ্ণু নাকি এখনও পর্যন্ত পুরো সময় খেলার মতো জায়গায় নেই। সব মিলিয়ে এই ম্যাচে ২০ থেকে ৩০ মিনিটের বেশি খেলার সম্ভাবনা নেই পিভি বিষ্ণু।
গত শুক্রবারই ইস্টবেঙ্গল দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উপস্থিত হয়েছিল গোটা ইস্টবেঙ্গল (Eastbengal) দল। দলের সঙ্গে সেখানে ছিলেন পিভি বিষ্ণুও। ক্লাবের তরফ থেকে তাঁর হাতে উঠেছিল সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। তাঁকে ঘিরে লাল-হলুদ জনতার প্রত্যাশার পারদটাও উর্ধ্বমুখী। কিন্তু বিষ্ণুর চোটটা খানিকটা হলেও চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে পুরো সময় খেলার মতো পরিস্থিতিতে নেই এই তরুণ তারকা।
অন্যদিকে হ্যামস্ট্রিংয়ে চোট সারিয়ে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন সৌভিক চক্রবর্তী। যদিও তাঁকে দ্বিতীয় ম্যাচে খেলানোর ঝুঁকি ইস্টবেঙ্গল কোচ নেবেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে সৌভিকের সেরে ওঠাটা যে ইস্টবেঙ্গল শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয় দেবে তা বলার অপেক্ষা রাখে না।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–