বীরভূম, উত্তর কলকাতার পরে এবার দার্জিলিং সমতল। কোর কমিটিতেই (core committee) আস্থা তৃণমূল কংগ্রেসের। নয় সদস্যের কোর কমিটি গঠন করে দার্জিলিং সমতলের দায়িত্ব তুলে দেওয়া হল দলে পক্ষ থেকে। এবার জেলার নেতৃত্ব পদকে ঢেলে সাজাতে দার্জিলিং জেলাকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল নেতৃত্ব। দার্জিলিং হিল সাংগঠনিক জেলার সভাপতির নাম আগেই ঘোষণা হয়েছিল। এবার প্রকাশ্যে এলো দার্জিলিং সমতলের (Darjeeling plains) জেলা সভাপতি ও কোর কমিটির নাম।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে দার্জিলিং সমতলের (Darjeeling plain) জেলা সভাপতি হলেন সঞ্জয় টিবরেওয়াল। কোর কমিটির নয় সদস্য হলেন, গৌতম দেব, রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ, অরুণ ঘোষ, রমা রেশমি এক্কা, শঙ্কর মালাকার, জ্যোতি তিরকে, মহম্মদ আইনুল হক ও শোভা সুব্বা। সম্প্রতি কংগ্রেসে ইস্তফা দেওয়া বর্ষীয়ান নেতা শঙ্কর মালাকারকেও স্থান দেওয়া হয়েছে এই কমিটিতে।
আরও পড়ুন: বিজেপি-রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার: রাজপথে গর্জে উঠলন তৃণমূলের মহিলারা
দার্জিলিং সমতলের কমিটির পাশাপাশি শনিবার ঘোষণা করা হল পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতির নামও। সেক্ষেত্রে কোনও বদল হয়নি। অসিত বন্দ্যোপাধ্যায়ের উপরই আবার আস্থা রাখল দল। পূর্ব মেদিনীপুরের এই সাংগঠনিক জেলাটি তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে অন্য অনেক জেলার থেকে বেশি গুরুত্ব রাখে। সেক্ষেত্রে পুরোনো নেতৃত্বের হাতে দলের রাশ রাখাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
–
–
–
–
–
–
–
–
–
–