ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন কেএল রাহুল। অধিনায়র শুভমন গিলের (Shubman Gill) পাশাপাশি ভারতীয় দলের কোনও ব্যাটার যদি রানের মধ্যে থাকেন তিনি একমাত্র কেএল রাহুল (KL Rahul)। তাঁর এমন পারফরম্যান্স নিয়েই এখন সকলের মুখে চলছে নানান চর্চা। কিন্তু কেমনভাবে এমন পারফরম্যান্স করছেন রাহুল। সেই তথ্যই এবার ফাঁস করলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফর্মে রয়েছেন কেএল রাহুল (KL Rahul)। জোড়া সেঞ্চুরি করার পাশাপাশি ৫০০ রানও করে ফেলেছেন তিনি। শুভমন গিলের পরই রানের তালিকায় রয়েছেন কেএল রাহুল। কিন্তু কেমন করে এমন সাফল্য। সেই কথাই জানিয়ে দিলেন প্রাক্তন ব্যাটিং কোচ অভিষের নায়ার। আইপিএলের পর থেকেই প্রস্তুতি শুর করে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার।
আইপিএল থেকে ফেরার পর এক লহমাও নাকি সময় নষ্ট করেননি রাহুল। টেস্টের প্রস্তুতি আরম্ভ করেছিলেন তিনি। কোনওরকম খামতি রাখতে নারাজ ছিলেন এই তারকা ক্রিকেটার। অভিষেক নায়ার জানিয়েছেন, “খুব কম মানুষই জানেন এই ব্যবস্থা সম্বন্ধে। তাঁর সন্তানের জন্মের পরই সেই সময় আইপিএলের মঞ্চে ছিলেন তিনি। এরপর সেখান থেকে ফিরেই ভারতীয় দলের হয়ে টেস্টে নামার প্রস্তুতি শুরু করে দেন কেএল রাহুল”।
এখনও পর্যন্ত ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কেএল রাহুলের রান ৫৩২।
–
–
–
–
–
–
–
–
–
–
–