Sunday, November 2, 2025

মানহানিকর, অপমানজনক, দেশবিরোধী: বাংলা ভাষার অপমানে সরব মুখ্যমন্ত্রী

Date:

বাংলা বিরোধী বিজেপির মুখোশ খুলে পড়েছে দিল্লি পুলিশের হাত দিয়ে। সরকারি চিঠিতে বাংলা ভাষাকে বিদেশী ভাষার তকমা দিয়েছে তারা। কোনওভাবেই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) অঙ্গুলি হেলন ছাড়া সেটা সম্ভব নয়, এবার স্পষ্ট করে সেই দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বাংলার মানুষকে এই অপমানের বিরোধিতায় সরব হওয়ার ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বিজেপির নির্লজ্জতার মুখোশ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সরাসরি অধীনে থাকা দিল্লি পুলিশ (Delhi Police) কীভাবে, বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করেছে! বাংলা আমাদের মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, আমাদের জাতীয় গান (যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন) লেখা হয়েছে। একটি ভাষা যে ভাষায় কোটি কোটি ভারতীয় নাগরিক কথা বলেন, লিখেন। পবিত্র এই ভাষা যা সংবিধান স্বীকৃত, এই ভাষাকে আজ বাংলাদেশি ভাষা বলে তুলে ধরা হচ্ছে!

বিজেপির এই ষড়যন্ত্রকে মানহানিকর, অপমানজনক, দেশবিরোধী, সংবিধান বিরোধী বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, এটা ভারতের বাংলাভাষী সব মানুষের জন্য অপমান। এরা এমন ভাষা ব্যবহার করতে পারে না যা অপমানজনক ও অবজ্ঞামূলক।

আরও পড়ুন: বাংলা ভাষাকে বাংলাদেশি! দিল্লি পুলিশ আধিকারিকের সাসপেনশনের দাবিতে গর্জে উঠলেন অভিষেক

ভাষা আন্দোলনের ডাক দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালির ভাষাকে সরকারিভাবে বিদেশি তকমা দেওয়ার প্রতিবাদে সর্বস্তরের মানুষকে মুখ্যমন্ত্রীর আহ্বান, আমরা সকলকে কেন্দ্রের বাংলা বিরোধী সরকার যারা এই অসাংবিধানিক ভাষা ব্যবহার করছে ভারতের বাংলাভাষী মানুষদের অপমান ও অবমাননার জন্য তাদের বিরুদ্ধে এই মুহূর্তে সম্ভাব্য সবধরনের প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version