আবার এক সোশ্যাল মিডিয়া (Social Media) ভাইরাল ভিডিও (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। আবার প্রমাণিত পহেলগাম হামলা পাকিস্তানের (Pakistan) চিত্রনাট্যে তৈরি। লস্কর-এ-তৈবার প্রথম সারির নেতার শেষকৃত্যে প্রকাশ্যে হাজির লস্করের শীর্ষ কমান্ডার। যে পাকিস্তানের প্রশাসন দাবি করে তাদের দেশে কোনও সন্ত্রাসবাদীকে আশ্রয় দেওয়া হয় না, সেই পাকিস্তানের মাটিতে লস্কর কমান্ডারের উপস্থিতিতে এবার সরব খোদ মৃত জঙ্গির পরিবার। তার পরেও নিজেদের কীভাবে সন্ত্রাসবাদ-বিরোধী প্রমাণ করবে পাকিস্তান, প্রশ্ন রাজনৈতিক মহলে।
২৮ জুলাই ভারতীয় সেনাবাহিনীর সামরিক অভিযান ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadeb) চলাকালীন নিহত হন তাহির হাবিব (Tahir Habib)। তাহির হাবিব ছিলেন লস্কর-ই-তইবার সক্রিয় জঙ্গি। সূত্রের খবর, তাহির ছিলেন ‘A ক্যাটেগরি’ সন্ত্রাসবাদী। রাওয়ালকোটে আয়োজিত তাঁর শেষকৃত্য আচমকাই নাটকীয় রূপ নেয় যখন স্থানীয় লস্কর কমান্ডার রিজওয়ান হানিফ আসে। তাহিরের পরিবার স্পষ্ট জানিয়ে দেয়, তাঁরা চান না কোনও লস্কর সদস্য এই অনুষ্ঠানে থাকুক। উত্তপ্ত বচসার জেরে হানিফ পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে স্থানীয়দের ভয় দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগ।
তবে তাহিরের শেষকৃত্যের এই ভিডিও প্রমাণ করে — পাকিস্তান এখনও সন্ত্রাসের আঁতুড়ঘর। ভারতের প্রবল প্রতিরোধের জেরে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পাকিস্তানের বর্তমান প্রশাসন। তারা যে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে, পাকিস্তানের মানুষ সেই সন্ত্রাসের বিরোধিতা করছে, ভিডিওতে স্পষ্ট।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–