অতিরিক্ত ব্যাগের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে শ্রীনগর (Srinagar) বিমানবন্দরে চরম অশান্তি। জানা গিয়েছে, দিল্লিগামী স্পাইসজেট (Spicejet) বিমানে ওঠার আগে এক সেনা আধিকারিকের সঙ্গে বিমানবন্দরের (airport) কর্মীদের বচসা বাধে। অভিযোগ, ভাড়া দিতে অস্বীকার করে তিনি জোর করে বিমানে উঠতে যান। বাধা দিলে চড়াও হন স্পাইসজেটের চার কর্মীর উপর। লাথি-ঘুষিতে গুরুতর জখম হন তারা।
জানা গেছে, ওই যাত্রীর ব্যাগের ওজন ছিল ১৬ কেজি, যেখানে নিয়ম অনুযায়ী মাত্র ৭ কেজি পর্যন্ত ছাড় রয়েছে। অতিরিক্ত ভাড়া চাওয়া হলে তর্ক-বিতর্ক শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে পরিণত হয়।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্পাইসজেট জানায়, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তাঁকে ‘নো ফ্লাই’ তালিকায় রাখা হয়েছে। আরও পড়ুনঃ সন্ত্রাসবাদীকে চাই না! আওয়াজ উঠল পাকিস্তানে
–
–
–
–
–
–
–
–
–
–
–
–