Monday, November 3, 2025

সরযূ ক্যানেলে SUV পড়ে মর্মান্তিক দুর্ঘটনা! ৩ শিশুসহ মৃত ১১

Date:

রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোণ্ডা জেলার বেলওয়া বহুতা এলাকার কাছে। জানা গিয়েছে, একটি SUV গাড়ি নিয়ন্ত্রণ ক্যানেলের মধ্যে পড়ে যায়। গাড়িতে চালকসহ মোট ১৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১১ জনের, তারমধ্যে তিনজন শিশু। বাকি চারজনকে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিয়াথোক থানার SHO কৃষ্ণ গোপাল রাই জানান, নিহতরা সকলেই সিহাগাঁও গ্রাম থেকে খার্গুপুরের পৃথ্বীনাথ মন্দিরে যাচ্ছিলেন। পথে SUV-টি নিয়ন্ত্রণ হারিয়ে সরযূ ক্যানেলে পড়ে যায়। সংবাদ পেয়েই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পুলিশ ও উদ্ধারকারী দলের সহযোগিতায় ডুবে যাওয়া গাড়িসহ যাত্রীদের উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি পরিবার পিছু ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ ও ক্ষতিপূরণ ‘গতানুগতিক প্রশাসনিক রুটিন’ ছাড়া আর কিছু নয়। যোগী সরকারের আমলে উত্তরপ্রদেশে বারবার এমন দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটলেও রাস্তার অবস্থা বা নিরাপত্তা ব্যবস্থার কোনও উন্নতি হয়নি। প্রশ্ন উঠছে—কেন একের পর এক দুর্ঘটনার পরেও সরকার ব্যবস্থা নেয় না? কেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে পর্যাপ্ত রেলিং, সিগন্যাল বা সুরক্ষার ব্যবস্থা থাকে না? আরও পড়ুনঃ অপারেশন অখলে রবিবার ৩ জঙ্গির মৃত্যু, কুলগাম জুড়ে চলছে অভিযান

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version