জম্মু -কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন অখল’ (Operation Akhal)। তিন দিন ধরে কুলগামের বিস্তীর্ণ এলাকায় চলছে অভিযান। শনিবারের পর রবিতেও ভারতীয় সেনা, কাশ্মীর পুলিশ (Kashmir Police) এবং CRPH-র যৌথ বাহিনীর হাতে খতম ৩ জঙ্গি। যদিও তারা কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।
ভারতীয় সেনাসূত্র (Indian Army) থেকে জানা গেছে, গোয়েন্দা মারফত জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া মাত্রই শুক্রবার থেকে কুলগামের বিভিন্ন এলাকায় অপারেশন অখল শুরু করে। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় ভারতীয় জওয়ানরা। এখনও পর্যন্ত শনি ও রবি মিলিয়ে মোট ৬ জন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–