২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপডেট বা সংশোধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। এখন এই তথ্য আপলোড বা সংশোধনের শেষ তারিখ ৫ অগাষ্ট, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত।
সোমবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ, উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমারকে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের ২৮ জুলাইয়ের নির্দেশের ভিত্তিতে সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল। যদিও আগের সময়সীমা ছিল ৩ অগাষ্ট, কিন্তু এখনও বহু আবেদনকারী তথ্য জমা না দেওয়ায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবেদনকারীদের এসএমএস, ইমেল এবং ফোন কলের মাধ্যমে এই বিষয়ে একাধিকবার মনে করানো হলেও, তথ্য জমা না দেওয়ার হার উল্লেখযোগ্য। তাই তাঁদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আবেদনকারীরা কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালে গিয়ে অনলাইনে সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপডেট করতে পারবেন।
উচ্চশিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, এই সময়সীমা পেরিয়ে গেলে আর কোনও আপডেট বা সংশোধনের সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে আবেদনকারীকে ডিফল্টার হিসেবে বিবেচনা করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পর্ষদ জানিয়েছে, তথ্য আপডেটের পর তার ভিত্তিতেই কলেজে ভর্তির মেধা তালিকা তৈরি হবে। তাই আবেদনকারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সঠিক ও সময়মতো তথ্য জমা দেওয়া নিশ্চিত করতেই এই অতিরিক্ত সময়সীমা বলেও কর্তৃপক্ষের বক্তব্য।
আরও পড়ুন – রাজ্যের প্রকল্পে বাড়তি গুরুত্ব, প্রথমদিনের জেলাওয়ারি বৈঠকে একজোটে লড়াইয়ের বার্তা অভিষেকের
_
_
_
_
_
_
_
_
_
_