Thursday, August 28, 2025

স্নাতকের ভর্তিতে বাড়ল সামাজিক শ্রেণি তথ্য আপডেটের সময়সীমা, শেষ তারিখ কবে?

Date:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপডেট বা সংশোধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। এখন এই তথ্য আপলোড বা সংশোধনের শেষ তারিখ ৫ অগাষ্ট, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত।

সোমবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ, উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমারকে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের ২৮ জুলাইয়ের নির্দেশের ভিত্তিতে সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল। যদিও আগের সময়সীমা ছিল ৩ অগাষ্ট, কিন্তু এখনও বহু আবেদনকারী তথ্য জমা না দেওয়ায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবেদনকারীদের এসএমএস, ইমেল এবং ফোন কলের মাধ্যমে এই বিষয়ে একাধিকবার মনে করানো হলেও, তথ্য জমা না দেওয়ার হার উল্লেখযোগ্য। তাই তাঁদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আবেদনকারীরা কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালে গিয়ে অনলাইনে সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপডেট করতে পারবেন।

উচ্চশিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, এই সময়সীমা পেরিয়ে গেলে আর কোনও আপডেট বা সংশোধনের সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে আবেদনকারীকে ডিফল্টার হিসেবে বিবেচনা করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পর্ষদ জানিয়েছে, তথ্য আপডেটের পর তার ভিত্তিতেই কলেজে ভর্তির মেধা তালিকা তৈরি হবে। তাই আবেদনকারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সঠিক ও সময়মতো তথ্য জমা দেওয়া নিশ্চিত করতেই এই অতিরিক্ত সময়সীমা বলেও কর্তৃপক্ষের বক্তব্য।

আরও পড়ুন – রাজ্যের প্রকল্পে বাড়তি গুরুত্ব, প্রথমদিনের জেলাওয়ারি বৈঠকে একজোটে লড়াইয়ের বার্তা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version