Monday, December 22, 2025

দলের পাশে থাকতে পন্থই যেন অনুপ্রেরণা ক্রিস ওকসের

Date:

Share post:

দলের প্রয়োজনে কাঁধের সমস্যা নিয়েও ব্যাট হাতে মাঠে নামতে প্রস্তুত ক্রিস ওকস (Chris Woakes)। ভারতীয় দলের তারকা ঋষভ পন্থই (Rishabh Pant) যেন তাঁর অনুপ্রেরণা। পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান। সেইসঙ্গে ভারতীয় দলকে জিততে হলে প্রয়োজন চারটি উইকেট। আর কয়েক ঘন্টা পরই দুই দল মাঠে নামবে। আর সেই মঞ্চে ক্রিস ওকসকে (Chris Woakes) যেন সাহজ যোগাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যেভাবে ভাঙা পা নিয়েও ব্যাট হাতে নামতে প্রস্তুত ছিলেন ঋষভ (Rishabh Pant), সেভাবেই নিজেকেও প্রস্তুত করছেন ক্রিস ওকস। চতুর্থ দিনের শেষে সাফ বার্তা দিয়েছিলেন জো রুট।

চতুর্থ টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তবুও দলের প্রয়োজনে ক্রাচ হাতেই মাঠে নামতে প্রস্তুত ছিলেন ঋষভ। সেভাবেই নাকি তৈরি হচ্ছেন খোদ ক্রিস ওকসও। ওভাল টেস্টের দ্বিতীয় দিনই মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। বোলিংয়ের সময়ই কাঁধে বড়সড় চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

এরপর থেকেই ওকসকে আর বোলিং করতে দেখা যায়নি। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৩৫ রান। কিন্তু ছয় উইকেট হারিয়েওছে তারা। সেখানেই দলের প্রয়োজনে নামতে প্রস্তুত রয়েছেন ক্রিস ওকস। এই প্রসঙ্গে জো রুট জানিয়েছেন, “এটা বলতে কোনওরকম দ্বিধা নেই যে ক্রিস ওকস সত্যিই অত্যন্ত যন্ত্রনার মধ্যে রয়েছেন। তবে আমরা এই সিরিজে ঋষভ পন্থকেও দেখেছি যে চোট নিয়ে তিনি কেমনভাবে প্রস্তুত ছিলেন। ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছিলেন। বিভিন্ন জায়গাতে ধাক্কাও সামলেছিলেন”।

ঋষভ পন্থই যেন এখন ক্রিস ওকসের অনুপ্রেরণা। দলের প্রয়োজনে তাঁকে যদি নামতে হয়, তবে কাঁধের চোটের পরোয়া না করেই নামতে প্রস্তুত রয়েছেন এই তারকা ব্রিটিশ পেসার।

spot_img

Related articles

”গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম!” কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।...

SIR বিতর্কে বিএলওদের বিক্ষোভ! ধস্তাধস্তিতে আহত পুলিশ

অতিরিক্ত কাজের চাপের জেরে কলকাতায় CEO দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড...

তিনি বিজেপিরই বাই-প্রোডাক্ট: দল ঘোষণার মঞ্চ থেকে নিজেই প্রমাণ করলেন হুমায়ুন!

বাংলায় ভোট কাটার রাজনীতি করে নতুন রাজনীতির খেলায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আদতে গোটা রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলার...

এখন পিকনিক-ফিকনিক নয়, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে: ছাব্বিশের নির্বাচন নিয়ে কড়া বার্তা তৃণমূল সভানেত্রীর

“প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি, নেতারা পারবে না-কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাঁচার...