Tuesday, August 12, 2025

দলের পাশে থাকতে পন্থই যেন অনুপ্রেরণা ক্রিস ওকসের

Date:

Share post:

দলের প্রয়োজনে কাঁধের সমস্যা নিয়েও ব্যাট হাতে মাঠে নামতে প্রস্তুত ক্রিস ওকস (Chris Woakes)। ভারতীয় দলের তারকা ঋষভ পন্থই (Rishabh Pant) যেন তাঁর অনুপ্রেরণা। পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান। সেইসঙ্গে ভারতীয় দলকে জিততে হলে প্রয়োজন চারটি উইকেট। আর কয়েক ঘন্টা পরই দুই দল মাঠে নামবে। আর সেই মঞ্চে ক্রিস ওকসকে (Chris Woakes) যেন সাহজ যোগাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যেভাবে ভাঙা পা নিয়েও ব্যাট হাতে নামতে প্রস্তুত ছিলেন ঋষভ (Rishabh Pant), সেভাবেই নিজেকেও প্রস্তুত করছেন ক্রিস ওকস। চতুর্থ দিনের শেষে সাফ বার্তা দিয়েছিলেন জো রুট।

চতুর্থ টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তবুও দলের প্রয়োজনে ক্রাচ হাতেই মাঠে নামতে প্রস্তুত ছিলেন ঋষভ। সেভাবেই নাকি তৈরি হচ্ছেন খোদ ক্রিস ওকসও। ওভাল টেস্টের দ্বিতীয় দিনই মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। বোলিংয়ের সময়ই কাঁধে বড়সড় চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

এরপর থেকেই ওকসকে আর বোলিং করতে দেখা যায়নি। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৩৫ রান। কিন্তু ছয় উইকেট হারিয়েওছে তারা। সেখানেই দলের প্রয়োজনে নামতে প্রস্তুত রয়েছেন ক্রিস ওকস। এই প্রসঙ্গে জো রুট জানিয়েছেন, “এটা বলতে কোনওরকম দ্বিধা নেই যে ক্রিস ওকস সত্যিই অত্যন্ত যন্ত্রনার মধ্যে রয়েছেন। তবে আমরা এই সিরিজে ঋষভ পন্থকেও দেখেছি যে চোট নিয়ে তিনি কেমনভাবে প্রস্তুত ছিলেন। ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছিলেন। বিভিন্ন জায়গাতে ধাক্কাও সামলেছিলেন”।

ঋষভ পন্থই যেন এখন ক্রিস ওকসের অনুপ্রেরণা। দলের প্রয়োজনে তাঁকে যদি নামতে হয়, তবে কাঁধের চোটের পরোয়া না করেই নামতে প্রস্তুত রয়েছেন এই তারকা ব্রিটিশ পেসার।

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...